কক্সবাজার প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজার জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় সেন্ট মার্টিনসহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানিতে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত ভারী ও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এদিকে জেলার মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, টেকনাফ ও পেকুয়া উপজেলায় ভাঙা বা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে গ্রামগুলো প্লাবিত হয়। কিছু এলাকায় সমুদ্রের পানি বেড়িবাঁধ উপচে ঢুকে পড়েছে। মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এবং সমুদ্রসৈকতের অন্তত তিন কিলোমিটার ঝাউবন উপড়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় এক থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ কারণে কক্সবাজারসহ চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ্উদ্দিন জানান, উপকূলীয় এলাকায় প্লাবিত গ্রামগুলোর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজার জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় সেন্ট মার্টিনসহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানিতে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত ভারী ও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এদিকে জেলার মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, টেকনাফ ও পেকুয়া উপজেলায় ভাঙা বা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে গ্রামগুলো প্লাবিত হয়। কিছু এলাকায় সমুদ্রের পানি বেড়িবাঁধ উপচে ঢুকে পড়েছে। মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এবং সমুদ্রসৈকতের অন্তত তিন কিলোমিটার ঝাউবন উপড়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় এক থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ কারণে কক্সবাজারসহ চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ্উদ্দিন জানান, উপকূলীয় এলাকায় প্লাবিত গ্রামগুলোর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৩ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
৩ ঘণ্টা আগে