নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
হামলাকারীরা নগরীর ফকিরবাড়ি রোডের জাপা অফিসের আসবাব, চেয়ার, টেবিল, কম্পিউটার, টিভিসহ অন্যান্য মালামাল ভাঙচুর করেছে।
এ সময় হামলাকারীরা কার্যালয়ের সামনে জাপাকে নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
এর আগে জাপা চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছালে কতিপয় সন্ত্রাসী লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। তাৎক্ষণিক আমাদের নেতা-কর্মীরা তা প্রতিহত করেন এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।’
গণঅধিকার পরিষদের জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর জাপার নেতা-কর্মীরা আপত্তিকর স্লোগান দিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক হাসানসহ ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, জাপার লোকজন একজনকে মারধর করে আহতাবস্থায় পুলিশের কাছে সোপর্দ করেছেন। জাপা কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
হামলাকারীরা নগরীর ফকিরবাড়ি রোডের জাপা অফিসের আসবাব, চেয়ার, টেবিল, কম্পিউটার, টিভিসহ অন্যান্য মালামাল ভাঙচুর করেছে।
এ সময় হামলাকারীরা কার্যালয়ের সামনে জাপাকে নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
এর আগে জাপা চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছালে কতিপয় সন্ত্রাসী লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। তাৎক্ষণিক আমাদের নেতা-কর্মীরা তা প্রতিহত করেন এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।’
গণঅধিকার পরিষদের জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর জাপার নেতা-কর্মীরা আপত্তিকর স্লোগান দিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক হাসানসহ ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, জাপার লোকজন একজনকে মারধর করে আহতাবস্থায় পুলিশের কাছে সোপর্দ করেছেন। জাপা কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিলেটে ১১ কেভি ফিডারের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
৮ মিনিট আগেস্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত আলোচিত ও বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আষাড়িয়ার চর ও ঝাউচর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।
১৩ মিনিট আগেরাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকেরা। এতে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি এয়ারপোর্ট রোডে উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের যোগাযোগও বন্ধ হয়ে যায়।
১৭ মিনিট আগে