Ajker Patrika

বোনের বাড়িতে বেড়াতে এসে তিতাসে শিশু নিখোঁজ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 
নদীতে নিখোঁজ শিশু মারিয়া। ছবি: সংগৃহীত
নদীতে নিখোঁজ শিশু মারিয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় বোনের বাড়িতে বেড়াতে এসে তিতাস নদীতে গোসল করতে নেমে ডুবে মারিয়া আক্তার (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীমদ্দি গাংকুল বাড়ির ঘাটে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়।

মারিয়া উপজেলার হুজুরকান্দি গ্রামের মো. আলী নেওয়াজের মেয়ে। তারা নারায়ণগঞ্জে থাকত।

শিশুটির স্বজন মো. আবু কালাম জানান, শুক্রবার শ্রীমদ্দি গাংকুল বাড়িতে বোনজামাই এরশাদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে শিশু মারিয়া। শনিবার বেলা ১১টার দিকে মারিয়া তার খালাতো বোনকে নিয়ে বাড়ির পাশের তিতাস নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি।

এ প্রতিবেদন লেখার সময় (বিকেল ৫টা) শিশুটিকে উদ্ধারে ডুবুরি দল পানিতে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, ‘শিশু নিখোঁজের খবর পেয়ে তাকে উদ্ধার করতে ডুবুরি দল আনা হয়েছে। এ ব্যাপারে আমাদের বিশেষ নজরদারি রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত