Ajker Patrika

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিবিদ্ধ ৪ সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৪৬
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিবিদ্ধ ৪ সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন 

বান্দরবানের তুমব্রু সীমান্ত দিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিবিদ্ধ চার সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সোমবার রাতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের হাসপাতালে ভর্তি করে।

আহত বিজিপি সদস্যরা হলেন ইউ পিও (৪৮), কিয়া থান সিন (২৯), কিন মং (২০) ও লা নি মং (৩০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে (ওএসইসি) কর্মরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোমিন উল্লাহ ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত। আহত ব্যক্তিরা হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। বিজিবি সদস্যদের পাহারায় তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজিবি চট্টগ্রাম ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, ‘সীমান্তের ওপারে সংঘর্ষের কারণে তাদের বেশ কিছু আহত বিজিপি সদস্য আমাদের বিজিবির কাছে আশ্রয় নিয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় একান্ত মানবিক কারণে এই চারজনকে কক্সবাজার হাসপাতালের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত