Ajker Patrika

আইআইইউসি থেকেই নদভীর বার্ষিক আয় প্রায় ১ কোটি ৩৮ লাখ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫৭
আইআইইউসি থেকেই নদভীর বার্ষিক আয় প্রায় ১ কোটি ৩৮ লাখ

চট্টগ্রাম-১৫ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আগামী নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হলফনামা জমা দিয়েছেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন তিনি। 

হলফনামা অনুযায়ী, আইআইইউসি থেকে তাঁর বার্ষিক আয় এক কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৪৪২ টাকা। অর্থাৎ মাসে ১১ লাখ ৪৬ হাজার ৭৮৬ টাকা। তাঁর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী এই বিশ্ববিদ্যালয় থেকে বার্ষিক আয় করেন ৪৪ লাখ ২২ হাজার ৪৪৬ টাকা। আইআইইউসি থেকে নদভী ঋণ নিয়েছেন ৪৬ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। 

নদভীর স্বর্ণ রয়েছে ৯০ ভরি এবং তাঁর স্ত্রীর রয়েছে ৫০ ভরি। হলফনামায় নদভী নগদ অর্থ দেখিয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৯৪১ টাকা। তাঁর স্ত্রীর নগদ আছে ২০ লাখ ২১ হাজার ২৪৬ টাকা। নদভী ব্যাংক ও আর্থিক খাতে প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৩৪৪ টাকা। এই খাতে তাঁর স্ত্রীর অর্থের পরিমাণ ১৩ লাখ ৪১ হাজার ৯৫ টাকা। 

নদভীর ব্যাংকে এফডিআর আছে ২ কোটি ৭২ লাখ ৯৯৪ টাকা। ডিপিএস আছে ২ লাখ ৭২ হাজার ৯৯৪ টাকা। তাঁর স্ত্রীর ডিপিএস রয়েছে ৭ লাখ ৯৮ হাজার ৭৮ ও এফডিআর ১৮ লাখ ৯৩ হাজার ৮৭৬ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত