ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে ঢাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত অবস্থায় মাদলা এলাকা দিয়ে প্রবেশ করেন। গুলির ওই ঘটনায় বাংলাদেশি এক কিশোর নিহত হন।
আজ সোমবার দুপুরে বিজিবির একটি দল রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় ভারতীয় ওই নাগরিককে আটক করে।
আটক যুবকের নাম সুজন বর্মণ। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বটতলী গ্রামের মঙ্গল বর্মণের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্ত দিয়ে চোরাই পথে মোটরসাইকেল আনার সময় বিএসএফের গুলিতে দুজন আহত হয়। তাঁরা হলো বাংলাদেশি কিশোর সাকিব (১৭) ও ভারতীয় যুবক সুজন বর্মণ। সাকিব বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।
সাকিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকে পড়া আহত সুজনকে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছিলেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, গতকাল রাতে কসবার মাদলা সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে সাকিব নামের বাংলাদেশি এক কিশোর ও ভারতীয় এক নাগরিক আহত হয়। গুলিবিদ্ধ সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান স্থানীয় লোকজন। এর মধ্যে সাকিব চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছে। চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম বলেন, রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তারা গুলিবিদ্ধ হয়। নিহত সাকিবের লাশ তার বাড়িতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমানের মোবাইলে কল করা হলেও তিনি তা ধরেননি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে ঢাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত অবস্থায় মাদলা এলাকা দিয়ে প্রবেশ করেন। গুলির ওই ঘটনায় বাংলাদেশি এক কিশোর নিহত হন।
আজ সোমবার দুপুরে বিজিবির একটি দল রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় ভারতীয় ওই নাগরিককে আটক করে।
আটক যুবকের নাম সুজন বর্মণ। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বটতলী গ্রামের মঙ্গল বর্মণের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্ত দিয়ে চোরাই পথে মোটরসাইকেল আনার সময় বিএসএফের গুলিতে দুজন আহত হয়। তাঁরা হলো বাংলাদেশি কিশোর সাকিব (১৭) ও ভারতীয় যুবক সুজন বর্মণ। সাকিব বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।
সাকিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকে পড়া আহত সুজনকে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছিলেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, গতকাল রাতে কসবার মাদলা সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে সাকিব নামের বাংলাদেশি এক কিশোর ও ভারতীয় এক নাগরিক আহত হয়। গুলিবিদ্ধ সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান স্থানীয় লোকজন। এর মধ্যে সাকিব চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছে। চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম বলেন, রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তারা গুলিবিদ্ধ হয়। নিহত সাকিবের লাশ তার বাড়িতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমানের মোবাইলে কল করা হলেও তিনি তা ধরেননি।
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩৯ মিনিট আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৪১ মিনিট আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
১ ঘণ্টা আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১ ঘণ্টা আগে