কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চারজনকে আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা এই আদেশ দেন।
এর আগে শুক্রবার তাদের আদালতে তোলা হয়। এ সময় সিআইডির পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাইলে আদালত ইকবালসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হোসেনসহ চার আসামিকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তাঁদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে কোতোয়ালি থানায় দায়েরকৃত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়েছে। সিআইডি আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়েছিলেন।
গত ১৩ অক্টোবর নানুয়াদীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর এবং ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে অবহিত করা ইকরামকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে কোরআন রাখার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এঘটনার নেপথ্যে কারা জড়িত তা অনুসন্ধানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চারজনকে আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা এই আদেশ দেন।
এর আগে শুক্রবার তাদের আদালতে তোলা হয়। এ সময় সিআইডির পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাইলে আদালত ইকবালসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হোসেনসহ চার আসামিকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তাঁদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে কোতোয়ালি থানায় দায়েরকৃত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়েছে। সিআইডি আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়েছিলেন।
গত ১৩ অক্টোবর নানুয়াদীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর এবং ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে অবহিত করা ইকরামকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে কোরআন রাখার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এঘটনার নেপথ্যে কারা জড়িত তা অনুসন্ধানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।
পুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া (তালপুকুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেহাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
৩০ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
৩৭ মিনিট আগে