Ajker Patrika

হাতিয়ায় ১০০ মণ জাটকাসহ আটক ৫

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৫৪
হাতিয়ায় ১০০ মণ জাটকাসহ আটক ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাঁচজন মাঝিমাল্লাসহ একটি মাছের বোট আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ওই বোট থেকে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে আটক পাঁচজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার ভোরে মেঘনা নদীর ডালচর এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। পরে জব্দ মাছগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

কোস্ট গার্ড বিসিজি হাতিয়ার স্টেশন কমান্ডার এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোলার মনপুরা থেকে মেঘনা নদীর ডালচর হয়ে একটি কেরিং বোট জাটকা ইলিশ নিয়ে নোয়াখালী চেয়ারম্যান ঘাট এলাকায় যাচ্ছে—এমন তথ্য পেয়ে হাতিয়া কোস্ট গার্ড ডালচর এলাকায় অবস্থান নেয়। মাছবোঝাই বোটটি ডালচর এলাকায় পৌঁছালে পাঁচজন মাঝি-মাল্লাসহ সেটি আটক করে। ওই বোটে তল্লাশি চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করে পাঁচ মাঝি-মাল্লার কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সকালে জব্দ করা জাটকাগুলো মৎস্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত