Ajker Patrika

চাটখিলে ৩ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
চাটখিলে ৩ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী 

নিখোঁজ হওয়ার ৩ দিন পরও উদ্ধার হয়নি নোয়াখালীর জেলার চাটখিলের ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী। নিখোঁজ ছাত্রী উপজেলার খিলপাড়া ইউনিয়নের। এ ব্যাপারে নিখোঁজ ছাত্রীর মা গত শুক্রবার রাতে চাটখিল থানায় অভিযোগ করেছেন। 

অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে যথা সময়ে সে বাড়িতে ফিরে না আসায় মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করেও তাঁর সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ তাকে অপহরণ করা হয়েছে। 

থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে উদ্ধারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত