Ajker Patrika

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
মো. আব্বাস পাটওয়ারী। ছবি: সংগৃহীত
মো. আব্বাস পাটওয়ারী। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা মো. আব্বাস পাটওয়ারী (৩০) নিহত হয়েছেন। নিহত আব্বাস পাটওয়ারী নোয়াখালীর সেনবাগ কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রামগতির হাজিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে নিজ কর্মস্থল নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে জেলার কমলনগর উপজেলার মৌলভীরটেক নিজ বাড়ির দিকে মোটরসাইকেলযোগে আসছিলেন আব্বাস পাটওয়ারী।

রামগতি-সোনাপুর সড়কের হাজিগঞ্জ বাজারে কৃষি কর্মকর্তার মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।

নিহত আব্বাস পাটওয়ারী কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকার তরিক উল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ তিন দিনের ছুটি পেয়ে মোটরসাইকেলে নিজ কর্মস্থল সেনবাগ থেকে কমলনগর উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দুপুর আড়াইটার দিকে রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকা অতিক্রম করলে বিপরীত থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা মেরে রাস্তার ওপর থাকা সয়াবিনের খেতে ফেলে দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

২০২৩ সালে আব্বাস পাটওয়ারী নোয়াখালীর সেনবাগ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মারা যান আব্বাস পাটওয়ারী নামের এক কৃষি কর্মকর্তা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত