হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নবজাতকের মৃত্যুর শোকে গলায় ফাঁস দিয়ে টুম্পা রানী (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ সোমবার সকালে নোয়াখালী হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের রাজারহাওলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত টুম্পা রানী একই এলাকার পল্লিচিকিৎসক সঞ্জয় মজুমদারের স্ত্রী ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুবল চন্দ্র মজুমদারের মেয়ে।
স্থানীয়রা জানান, গত অক্টোবর মাসের শুরুতে টুম্পা রানী ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পরেই নবজাতক নিউমোনিয়া হয় এবং ১৮ দিনের মাথায় মারা যায়। এরপর থেকে টুম্পা কিছুটা অস্বাভাবিক আচরণ করতে থাকে। তাঁর ধারণা অর্থের অভাবে নবজাতক মারা গেছে। আরও বেশি টাকা ব্যয় করে চিকিৎসা করতে পারলে হয়তোবা তাঁর সন্তান বাঁচে যেত।
গৃহবধূর স্বামী সঞ্জয় মজুমদার বলেন, ‘আজ সকালে বাজার থেকে বাড়িতে এসে কয়েকবার টুম্পার নাম ধরে ডাক দিই। কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকি এবং দেখি আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আমার স্ত্রী ঝুলে আছে। এ সময় তাঁকে দ্রুত উদ্দার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।’
টুম্পার বাবা সুবল চন্দ্র দাস জানান, সন্তানের মৃত্যুর পর থেকে তাঁর মেয়ে অস্বাভাবিক আচরণ করছিলেন। টুম্পা সন্তান হারানোর শোক কাটাতে পারছিল না। তাঁকে স্বাভাবিক করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। আজ সকালে তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে গৃহবধূর বাবা-মা আসার পর ব্যবস্থা নেওয়া হবে।
নবজাতকের মৃত্যুর শোকে গলায় ফাঁস দিয়ে টুম্পা রানী (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ সোমবার সকালে নোয়াখালী হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের রাজারহাওলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত টুম্পা রানী একই এলাকার পল্লিচিকিৎসক সঞ্জয় মজুমদারের স্ত্রী ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুবল চন্দ্র মজুমদারের মেয়ে।
স্থানীয়রা জানান, গত অক্টোবর মাসের শুরুতে টুম্পা রানী ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পরেই নবজাতক নিউমোনিয়া হয় এবং ১৮ দিনের মাথায় মারা যায়। এরপর থেকে টুম্পা কিছুটা অস্বাভাবিক আচরণ করতে থাকে। তাঁর ধারণা অর্থের অভাবে নবজাতক মারা গেছে। আরও বেশি টাকা ব্যয় করে চিকিৎসা করতে পারলে হয়তোবা তাঁর সন্তান বাঁচে যেত।
গৃহবধূর স্বামী সঞ্জয় মজুমদার বলেন, ‘আজ সকালে বাজার থেকে বাড়িতে এসে কয়েকবার টুম্পার নাম ধরে ডাক দিই। কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকি এবং দেখি আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আমার স্ত্রী ঝুলে আছে। এ সময় তাঁকে দ্রুত উদ্দার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।’
টুম্পার বাবা সুবল চন্দ্র দাস জানান, সন্তানের মৃত্যুর পর থেকে তাঁর মেয়ে অস্বাভাবিক আচরণ করছিলেন। টুম্পা সন্তান হারানোর শোক কাটাতে পারছিল না। তাঁকে স্বাভাবিক করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। আজ সকালে তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে গৃহবধূর বাবা-মা আসার পর ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের পীরগাছার ইটাকুমারী জমিদার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ওই জমিদার বাড়ির পরিত্যক্ত কাচারি ঘর থেকে এসব উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেঅধ্যক্ষ আমান উল্লাহর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল রাজনৈতিক প্রভাবে নিয়োগ। তিনি তার চেয়েও জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের ডিঙিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যক্ষের পদ লাভ করেন। এ ছাড়া, করোনাকালে শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা এবং পিকনিকের জন্য নেওয়া টাকা আত্মসাতের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
১৭ মিনিট আগেএ সময় ‘বিচার নিয়ে নয়ছয় আর নয়, আর নয়’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের ক্ষমা নাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
২৫ মিনিট আগেকোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাংবাদিককে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান ৫ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে