Ajker Patrika

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ১

ফেনী প্রতিনিধি
ফেনীর পরশুরামের বাসপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: সংগৃহীত
ফেনীর পরশুরামের বাসপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিল্লাত হোসেন (২১) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আফছার উদ্দিন (৩১) নামে একজন গুলিবিদ্ধ হন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪ /৩-এস নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

মিল্লাত হোসেন বাসপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে এবং আফছার উদ্দিন একই এলাকার মৃত এয়ার আহমদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে সীমান্ত পিলার অতিক্রম করে তাঁরা তারকাটার কাছে পৌঁছালে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত হোসেনের মৃত্যু হয়।

এ বিষয়ে বিজিবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বাসপদুয়া সীমান্ত চোরাকারবারপ্রবণ এলাকা। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে এবং অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।’

বিএসএফ সূত্রের বরাত দিয়ে মোশারফ হোসেন বলেন, ‘বাংলাদেশ ও ভারতের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল সীমান্ত অতিক্রমকালে বিএসএফ তাদের তাড়া করে। কিন্তু তারা পালানোর পরিবর্তে উল্টো বিএসএফ সদস্যদের দিকে এগিয়ে যান। এ সময় বিএসএফ গুলি চালায়। এতে বাংলাদেশের দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের সঙ্গে থাকা একজন আত্মগোপনে আছেন বলে জানা গেছে। যত দূর জেনেছি, তাদের অংশেও (ভারতে) হতাহতের ঘটনা ঘটেছে।’

বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে আমরা নিয়মিত নজরদারি এবং সামাজিক সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত