Ajker Patrika

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২১

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযান। ছবি: আজকের পত্রিকা
নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযান। ছবি: আজকের পত্রিকা

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় জেলার ৯টি উপজেলা থেকে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনটি ছেনি, একটি এলজি ও একটি ঢাল উদ্ধার করা হয়। এ পর্যন্ত জেলা ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের ২৭টি টহল টিম, যৌথ বাহিনীর পাঁচটি টহল টিম ও ১৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নতুন করে আরও ২১ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ্ আল ফারুক জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ২১ জনকে গ্রেপ্তার করে। বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত