Ajker Patrika

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২১৮ মিলি বৃষ্টিতে জলাবদ্ধতা, শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
ভারী বৃষ্টিতে নোয়াখালী পৌর এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ছবি: আজকের পত্রিকা
ভারী বৃষ্টিতে নোয়াখালী পৌর এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২১৮ মিলি বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। আর এ বৃষ্টিতে নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছে মানুষজন।

আজ বুধবার বিকেলে স্কুল ছুটি হওয়ার পর আল ফারুক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা জলাবদ্ধতা নিরসন ও সড়ক মেরামতের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। একই সঙ্গে জলাবদ্ধতার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উদাসীনতাকেও দায়ী করেন তাঁরা।

এদিকে গতকাল মঙ্গলবার বেলা ৩টা থেকে আজ বেলা ৩টা পর্যন্ত থেমে থেমে হওয়া বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালী পৌর এলাকা। এতে দুর্ভোগে পড়েছে পৌর নাগরিক, পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিশেষ করে শহরের মাইজদী লক্ষ্মীনারায়ণপুর, ফকিরপুর, হাউজিং ও জেলখানা, ফকিরপুর, হাউজিং, লক্ষ্মীনারায়ণপুর, সার্কিট হাউস সড়ক, ফ্ল্যাট রোড ও আল-ফারুক স্কুল সড়কে জলাবদ্ধতা দেখা দেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা শুরুর আগে পৌর শহরের নালাগুলো পরিষ্কার করার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়।

জলাবদ্ধতা নিরসন ও সড়ক মেরামতের দাবিতে আল ফারুক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। ছবি: আজকের পত্রিকা
জলাবদ্ধতা নিরসন ও সড়ক মেরামতের দাবিতে আল ফারুক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। ছবি: আজকের পত্রিকা

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় জেলা শহরে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। থেমে থেমে কিছু সময় পরপর বৃষ্টি হচ্ছে।

জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ইতিমধ্যে পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসিসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। চলতি বর্ষায় যাতে করে জলাবদ্ধতা স্থায়ী না হয়, সে জন্য প্রত্যেকটি দপ্তর কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত