Ajker Patrika

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

ফেনী প্রতিনিধি
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ১টার দিকে ফেনী পৌর শহরের মধুপুর ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার মোহাম্মদ বিন জাহেদ (১৯), চট্টগ্রামের ভূজপুর থানার মো. মন্নান হোসেন (২২), বাগেরহাটের মোরেলগঞ্জের মো. সোহান (২১) ও কুমিল্লার চৌদ্দগ্রামের মো. এনামুল হক রাসেল (২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর ব্রিজ এলাকায় উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালায় ফেনী মডেল থানা–পুলিশের একটি দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে তিনটি লোহার পাইপ, দুটি ছুরি, একটি টর্চলাইট, মুখোশ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন বলেন, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁরা আগেও বিভিন্ন এলাকায় ডাকাতি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত