Ajker Patrika

জানাজায় কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ, যুবদলের ২ নেতা আহত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
জানাজায় কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ, যুবদলের ২ নেতা আহত

সোনাগাজীতে মৎস্যজীবী দলের নেতা সুমনের পিতার জানাজায় কথা-কাটাকাটির জেরে পাল্টাপাল্টি হামলায় ইউনিয়ন যুবদলের দুজন নেতা আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে এ ঘটনা স্থানে ঘটে। 

আহতরা হলেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী শাহ আলম ও ইলিয়াস। হামলার জন্য উভয়ে পরস্পরকে দোষারোপ করেছেন। 

জানা গেছে, উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি সুমনের বাবা আব্দুল হকের জানাজা শুরু হওয়ার পূর্বে ছোট ঈদগা নামক স্থানে যুবদল নেতা ইলিয়াস ও সুমনের মধ্যে কথা-কাটাকাটি হয়। জানাজা শেষে ফেরার পথে লকুর দোকানে উভয়ে পুনরায় কথা-কাটাকাটি শুরু করেন। এ সময় উভয়ের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে শাহ আলম ও ইলিয়াস আহত হন। 

যুবদল নেতা ইলিয়াস বলেন, ‘জানাজা শেষে ফেরার পথে কোনো উসকানি ছাড়া শাহ আলম, তামিম ও সোহেল আমাকে পিটিয়ে হাত ভেঙে দেয়। উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।’ 

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা শাহ আলম বলেন, ‘আমরা জানাজায় অংশগ্রহণের জন্য গেলে ইলিয়াস রাসেল ও করিম আমাদের গালমন্দ করে হামলার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। জানাজা শেষে ফেরার পথে পুনরায় তাঁরা আমাদের হামলার চেষ্টা করলে যুবদলের নেতা কর্মীদের রোষানলে পড়ে ইলিয়াস আহত হয়।’ 

উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞা বলেন, সংঘর্ষের ঘটনাটি আমরা জেনেছি। দলীয়ভাবে অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত