Ajker Patrika

কোম্পানীগঞ্জে হরতালের ডাক আওয়ামী লীগের, বিক্ষোভ ভাঙচুর

প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২১, ১৫: ৪৭
কোম্পানীগঞ্জে হরতালের ডাক আওয়ামী লীগের, বিক্ষোভ ভাঙচুর

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): কোম্পানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর পৌরমেয়র কাদের মির্জার সমর্থকদের হামলার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। আজ শনিবার দুপুর ১২টায় ফেসবুক লাইভে এ ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবুর রশিদ মঞ্জু। কাদের মির্জা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ায় ঘোষণা দেন তিনি। 

এর আগে সকাল ৯টার দিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলা চালানো হয়। এতে তিনি কানে আঘাত পান। 

ছবি: আজকের পত্রিকা ফেসবুক লাইভে মাহবুবুর রশিদ মঞ্জু বলেন, এখন থেকে সারা কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে রাস্তায় নামিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এতে পুলিশ বাধা দিলে তা প্রতিহত করারও নির্দেশ দেন তিনি। 

এদিকে মাহবুবুর রশিদের এ ঘোষণার পর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। তাঁরা কাদের মির্জাকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। 

ছবি: আজকের পত্রিকা খোঁজ নিয়ে জানা গেছে, বসুরহাট থেকে আশপাশের এলাকায় সকল সড়কে গাছের গুঁড়ি ফেলে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। কার্যত উপজেলার প্রধান প্রধান সড়কে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। 

মাহবুবুর রশিদ মঞ্জু অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘ডুয়েল’ অভিনয় করছেন। তিনি ভাইকে বাঁচানোর জন্য গোটা কোম্পানীগঞ্জকে জিম্মি করে রেখেছেন। আমরা চট্টগ্রামের ডিআইজির সঙ্গে দেখা করেছি। উনি আমাদের শান্ত থাকতে বলে এখন পুলিশ সুপারকে দিয়ে কাদের মির্জাকে শেলটার (আশ্রয়–প্রশ্রয়) দিচ্ছেন। 

ছবি: আজকের পত্রিকা উল্লেখ্য, আজ সকাল ৯টায় বসুরহাট বাজারে প্রধান সড়কের ইসলামী ব্যাংকের সামনে মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের (৫০) ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় মিজানুর রহমান বাদল (৫০) ও সাবেক ছাত্রনেতা হাসিব আহসান আলালকে (৪৮) মারাত্মক জখম ও গাড়ি ভাঙচুর করা হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত