Ajker Patrika

ভারতীয় মিত্র বাহিনীর শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিস্তম্ভ

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৬: ৩১
ভারতীয় মিত্র বাহিনীর শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিস্তম্ভ

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহন করেছে সরকার। শনিবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে এই ভিত্তিফলক উন্মোচন করবেন। 

জানাযায় বাংলাদেশের মিত্র বাহিনীর যে সদস্যরা এই দেশে জীবন দিয়েছেন, তাদের স্মরণে এই প্রথম ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে নির্মিত হচ্ছে এই স্মৃতিস্তম্ভটি। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাকিস্তানি বাহিনীর হাতে মিত্র বাহিনীর ৭০ এর অধিক সেনা শহীদ হন। সে কারণে দিনটি পালিত হয় ‘আশুগঞ্জ ট্র্যাজেডি’ দিবস হিসেবে।

মিত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ২০১৭ সালে একনেকে ১৬ কোটি ৩০ লাখ টাকার একটি প্রকল্প পাস হয়। কিন্তু জমি পেতে দেরি হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হয়। জমি পাওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে মেয়াদ বাড়িয়ে প্রকল্প সংশোধন করা হয়। বর্তমানে প্রকল্পটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ২০ লাখ টাকা। ২০২৩ সালে জুনে শেষ হবে নির্মাণ কাজ।

এই ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বাপ্পী জানান আজ বিকেল ৫টার দিকে ঢাকা থেকে যৌথ দুই দেশের প্রধানমন্ত্রী ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। ইতো মধ্যে নির্ধারিত প্রকল্পের  জায়গাটিতে তথ্য সহকারে সাইন র্বোড স্থাপন ও লাল পতাকা টানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত