থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়ির গহিন অরণ্যে গোলাগুলির ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে রোয়াংছড়ির সেনাক্যাম্প থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খামতাং প্রাংসাপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছ।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, আটজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন ভানু দু বম (৩৫), সাং খুম বম (৪৫), সান ফির থান বম (২২), বয় রেম বম (১৭), জাহিম বম (৪৫), লাল লিয়ান ঙাক বম (৪৪), লাল ঠা জার বম (২৭)।
ওসি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে। তাঁরা সবাই কেএনএফ সশস্ত্র দলের বলে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।
কেএনএফ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার সত্যতা স্বীকার করলেও মৃতদেহগুলো তাদের নয় বলে জানিয়েছে।
তবে এলাকাবাসী জানিয়েছে, নিহতরা সবাই বম সম্প্রদায়ের, তাঁরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য। কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।
সংঘাতময় পরিস্থিতিতে খামতাং প্রাংসাপাড়ার ৪৫টি পরিবারে ১৭৪ জন বাসিন্দাকে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে নিয়ে রেখেছে প্রশাসন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাঁদের সেখানে রাখা হবে বলে স্থানীয় সাংবাদিকেরা জানান।
রোয়াংছড়ির ওসি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বান্দরবানের রোয়াংছড়ির গহিন অরণ্যে গোলাগুলির ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে রোয়াংছড়ির সেনাক্যাম্প থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খামতাং প্রাংসাপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছ।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, আটজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন ভানু দু বম (৩৫), সাং খুম বম (৪৫), সান ফির থান বম (২২), বয় রেম বম (১৭), জাহিম বম (৪৫), লাল লিয়ান ঙাক বম (৪৪), লাল ঠা জার বম (২৭)।
ওসি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে। তাঁরা সবাই কেএনএফ সশস্ত্র দলের বলে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।
কেএনএফ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার সত্যতা স্বীকার করলেও মৃতদেহগুলো তাদের নয় বলে জানিয়েছে।
তবে এলাকাবাসী জানিয়েছে, নিহতরা সবাই বম সম্প্রদায়ের, তাঁরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য। কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।
সংঘাতময় পরিস্থিতিতে খামতাং প্রাংসাপাড়ার ৪৫টি পরিবারে ১৭৪ জন বাসিন্দাকে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে নিয়ে রেখেছে প্রশাসন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাঁদের সেখানে রাখা হবে বলে স্থানীয় সাংবাদিকেরা জানান।
রোয়াংছড়ির ওসি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
২৪ মিনিট আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
৩২ মিনিট আগেনাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ বুধবার সকালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।
১ ঘণ্টা আগেহায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
২ ঘণ্টা আগে