Ajker Patrika

ফেনীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ফেনীতে ট্রেনের ধাক্কায় হোসেন আরা বেগম (৬২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে জেলা সদরের বারাহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

হোসেন আরা ফেনী পৌরসভার বারাহিপুর এলাকার বদিউজ্জমানের স্ত্রী। এ ছাড়া তিনি ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল সিরাজুল ইসলামের বড় বোন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ফেনী রেলস্টেশনের মাস্টার মো. হারুন। তিনি বলেন, ‘ফেনী রেল স্টেশনে সোনার বাংলা ট্রেনের যাত্রাবিরতির কোনো সুযোগ না থাকায় দ্রুতগতিতে চলছিল। ওই নারী রেলপথের পাশ দিয়ে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে।’ 

ফেনীর রেল পুলিশ জানায়, আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বারাহিপুর এলাকায় পথচারী হোসনে আরা নিজের বাড়ি সংলগ্ন রেলপথের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তীব্রগতির কারণে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ফেনী রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী জানান, নিহতের স্বজনেরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চায়। এ কারণে মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত