Ajker Patrika

৪ দিনের রিমান্ড শেষে হারুন ইজহার কারাগারে

আদালত প্রতিবেদক
৪ দিনের রিমান্ড শেষে হারুন ইজহার কারাগারে

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা দুই মামলায় চার দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম বিচারিক হাকিম জিহান সানজিদার ভার্চ্যুয়াল আদালত এ আদেশ দেন।

মুফতি হারুন ইজহার হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক। হাটহাজারী থানা, ভূমি অফিস, ডাকবাংলোতে হামলা ও ভাঙচুরের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় (৫৩ (৩) ২০২১) ও ৫৪ (৩)) হারুনকে পুলিশ দুদিনের রিমান্ডে নেয়। অন্যদিকে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় (২৮ (৪) ২০১২১) গত ১১ মে হারুনের দুদিনের রিমান্ড মঞ্জুর হয়।

জেলা আদালত পরিদর্শক হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, দুই মামলায় চার দিনের রিমান্ড শেষে হারুনকে আদালতে হাজির করা হয় আজ। এর পর আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ৩ মে হারুন ইজহারকে আল্লামা শফি হত্যা মামলাসহ তিন মামলায় নয়দিন রিমান্ডে নিয়েছিল পুলিশ।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলাম। মোদির সফরের প্রতিবাদে গত ২৬ মার্চ জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করে সংগঠনটি। সেখানে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। এর জের ধরে হাটহাজারী ও পটিয়ায় সহিংসতা ঘটায় হেফাজতকর্মীরা। এ ঘটনায় ৪ হাজার ৩০০ জনকে আসামি করে পটিয়া ও হাটহাজারী থানায় মামলা করে পুলিশ। এর মধ্যে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক সাতটি মামলা করে পুলিশ। গত ২২ এপ্রিল হেফাজতের নেতা-কর্মীদের আসামি করে পৃথক আরও তিনটি মামলা করে হাটহাজারী পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত