Ajker Patrika

‘বলজাতীয় লাল বস্তু’ ঘরে আনেন সখিনা, সেটার বিস্ফোরণে স্বামী-সন্তান হারান বলে ধারণা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৬: ৫৮
‘বলজাতীয় লাল বস্তু’ ঘরে আনেন সখিনা, সেটার বিস্ফোরণে স্বামী-সন্তান হারান বলে ধারণা

রাঙামাটির কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন বিস্ফোরণে বিস্মিত এলাকাবাসী। স্থানীয়দের ধারণা ‘বলজাতীয় লাল বস্তু’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত কার্যক্রম চলছে।

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের বাদশা মিয়া টিলা এলাকায় এ ঘটনা ঘটে। এদিন সকালে গরুর ঘাস সংগ্রহ করতে গিয়ে মোছা. সখিনা বেগম (৩৫) লাল বলজাতীয় বস্তু দেখেন। সেটি শিশুসন্তানের খেলার জন্য বাড়িতে নিয়ে আসেন তিনি। এদিন সন্ধ্যায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। 
 
এ ঘটনায় নিহত মো. ইসমাইল হোসেন (৪৫) ও তাঁর শিশু ছেলে রিফাত (৬) ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে বাসায় না থাকাতে তাঁর মেয়ে ইসরাত জাহান ফারিয়া (৭) প্রাণে বেঁচে গেছে। এ ছাড়া সখিনা অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রতিবেশী মো. শহীদুল বলেন, ‘আমরা মসজিদে নামাজ পড়ার সময় বিকট একটি শব্দ শুনতে পাই। পরে এসে দেখি মানুষের আহাজারি ও ঘরের ভেতরে থাকা ইসমাইলের স্ত্রী সখিনা কান্না করছেন। ঘরের দরজা বন্ধ থাকায় আমরা দরজা ভেঙে দেখি, ইসমাইল ও তাঁর ছেলে বিস্ফোরণে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে দ্রুত পানি ঢেলে তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’ 

আরেক প্রতিবেশী রুমানা বলেন, ‘ঘটনার দিন সকালে সখিনাসহ জীবতলি এলাকায় গিয়েছিলাম গরুর ঘাস সংগ্রহে। সেখানে একটি লাল বলজাতীয় বস্তু দেখতে পাই। সেটি সখিনা খেলার বস্তু ভেবে ছেলের জন্য নিয়ে আসে। এলাকাবাসী ধারণা করছে ওই বস্তুটি হয়তো বিস্ফোরিত হয়েছে।’ 

আজ সোমবার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, নিহত ইসমাইলের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে সবকিছু। যেই ঘরটিতে বিস্ফোরণ হয়েছে সেখানে এখনো রক্তের ছাপ রয়ে গেছে। এদিন তদন্ত কমিটির সদস্যরা ওই ঘর থেকে ‘কিছু লোহার ক্লিপ’ সংগ্রহ করতে দেখা গেছে। 

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহীনুর রহমান জানান, তদন্ত টিম বিস্ফোরণের কারণ খুঁজতে কার্যক্রম চালাচ্ছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মরদেহ আজ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত