ফেনী প্রতিনিধি
ফেনীতে গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি ও পৌর কাউন্সিলর আবুল কালামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এক বছর আট মাস পলাতক থাকার পর গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি আবুল কালাম গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদের আগে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েক জন মৌসুমি গরু ব্যবসায়ী ট্রাকে করে গরু নিয়ে পৌরসভার সুলতানপুরে আসেন। ওই রাতে সহযোগীদের নিয়ে ট্রাকের গরু লুট করতে যান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবুল কালাম। এতে বাঁধা দিতে আসলে শাহজালালকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী পুকুরে লাশ ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে কাউন্সিলর আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগী নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেপ্তার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার করে। পরে নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
চাঞ্চল্যকর মামলাটি তদন্ত শেষে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুর রহীম সরকার ২০২২ সালের ৩০ জুন আদালতে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ২৫ সেপ্টেম্বর আদালত তা আমলে নিয়ে কার্যক্রম শুরু করেন।
এ দিকে গরু ব্যবসায়ী হত্যা মামলার আসামি হওয়ার পরও আবুল কালাম কাউন্সিলর পদের বহাল থাকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তার অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রণালয় অবহিত করেছি। মন্ত্রণালয়ের নির্দেশ পেলে তার পদটি শূন্য ঘোষণা করা হবে।’
ফেনীতে গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি ও পৌর কাউন্সিলর আবুল কালামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এক বছর আট মাস পলাতক থাকার পর গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি আবুল কালাম গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদের আগে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েক জন মৌসুমি গরু ব্যবসায়ী ট্রাকে করে গরু নিয়ে পৌরসভার সুলতানপুরে আসেন। ওই রাতে সহযোগীদের নিয়ে ট্রাকের গরু লুট করতে যান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবুল কালাম। এতে বাঁধা দিতে আসলে শাহজালালকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী পুকুরে লাশ ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে কাউন্সিলর আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগী নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেপ্তার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার করে। পরে নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
চাঞ্চল্যকর মামলাটি তদন্ত শেষে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুর রহীম সরকার ২০২২ সালের ৩০ জুন আদালতে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ২৫ সেপ্টেম্বর আদালত তা আমলে নিয়ে কার্যক্রম শুরু করেন।
এ দিকে গরু ব্যবসায়ী হত্যা মামলার আসামি হওয়ার পরও আবুল কালাম কাউন্সিলর পদের বহাল থাকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তার অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রণালয় অবহিত করেছি। মন্ত্রণালয়ের নির্দেশ পেলে তার পদটি শূন্য ঘোষণা করা হবে।’
মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১১ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
২৪ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, চরলক্ষ্যা নিমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২) এবং শিকলবাহা ইউনিয়নের...
৩৬ মিনিট আগে