ফেনী প্রতিনিধি
ফেনীতে গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি ও পৌর কাউন্সিলর আবুল কালামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এক বছর আট মাস পলাতক থাকার পর গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি আবুল কালাম গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদের আগে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েক জন মৌসুমি গরু ব্যবসায়ী ট্রাকে করে গরু নিয়ে পৌরসভার সুলতানপুরে আসেন। ওই রাতে সহযোগীদের নিয়ে ট্রাকের গরু লুট করতে যান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবুল কালাম। এতে বাঁধা দিতে আসলে শাহজালালকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী পুকুরে লাশ ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে কাউন্সিলর আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগী নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেপ্তার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার করে। পরে নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
চাঞ্চল্যকর মামলাটি তদন্ত শেষে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুর রহীম সরকার ২০২২ সালের ৩০ জুন আদালতে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ২৫ সেপ্টেম্বর আদালত তা আমলে নিয়ে কার্যক্রম শুরু করেন।
এ দিকে গরু ব্যবসায়ী হত্যা মামলার আসামি হওয়ার পরও আবুল কালাম কাউন্সিলর পদের বহাল থাকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তার অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রণালয় অবহিত করেছি। মন্ত্রণালয়ের নির্দেশ পেলে তার পদটি শূন্য ঘোষণা করা হবে।’
ফেনীতে গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি ও পৌর কাউন্সিলর আবুল কালামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এক বছর আট মাস পলাতক থাকার পর গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি আবুল কালাম গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদের আগে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েক জন মৌসুমি গরু ব্যবসায়ী ট্রাকে করে গরু নিয়ে পৌরসভার সুলতানপুরে আসেন। ওই রাতে সহযোগীদের নিয়ে ট্রাকের গরু লুট করতে যান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবুল কালাম। এতে বাঁধা দিতে আসলে শাহজালালকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী পুকুরে লাশ ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে কাউন্সিলর আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগী নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেপ্তার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার করে। পরে নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
চাঞ্চল্যকর মামলাটি তদন্ত শেষে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুর রহীম সরকার ২০২২ সালের ৩০ জুন আদালতে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ২৫ সেপ্টেম্বর আদালত তা আমলে নিয়ে কার্যক্রম শুরু করেন।
এ দিকে গরু ব্যবসায়ী হত্যা মামলার আসামি হওয়ার পরও আবুল কালাম কাউন্সিলর পদের বহাল থাকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তার অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রণালয় অবহিত করেছি। মন্ত্রণালয়ের নির্দেশ পেলে তার পদটি শূন্য ঘোষণা করা হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
৬ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
৩২ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ির মালিক জজ মিয়াকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রূপগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেরাজধানীর মালিবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান পায়নি ওই যুবকের পরিবার। সিফাতের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছে তাঁর পরিবার।
১ ঘণ্টা আগে