Ajker Patrika

বেশি দামে ফ্যান বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বেশি দামে ফ্যান বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে বেশি দামে ফ্যান বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার রাইফেল ক্লাব এলাকায় ইলেকট্রনিকস মার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুল ইসলাম জানান, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির অবনতির কারণে বিকল্প ব্যবস্থায় ঝুঁকছে চট্টগ্রামের মানুষ। একটু স্বস্তির আশায় অনেকে চার্জার ফ্যান, চার্জার বাতি ও আইপিএস কিনছেন। এসব পণ্যের দাম যেন বাড়াতে না পারে, সে জন্য রাইফেল ক্লাব এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় রিচার্জেবল ফ্যান ক্রয়-বিক্রয়ের ভাউচারে দামে অসামঞ্জস্য ও বেশি দামে ফ্যান বিক্রির দায়ে শাহ জালাল ইলেকট্রনিকসকে ২০ হাজার, এস এইচ ইলেকট্রনিকসকে ৫ হাজার ও লুক ইলেকট্রিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অপরিচ্ছন্ন খাবার প্রক্রিয়াজাত করার অপরাধে পৃথক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত