Ajker Patrika

হোমনায় তিতাস নদীতে নিখোঁজ ২ শিশুর একজনের লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 
নিখোঁজ অপর শিশুকে উদ্ধারে অভিযান চলছে। ছবি: সংগৃহীত
নিখোঁজ অপর শিশুকে উদ্ধারে অভিযান চলছে। ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় তিতাস নদীতে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে তিতাস নদীর চরের গাঁ এলাকা থেকে মাহবুব হোসেনের (৯) লাশ উদ্ধার করা হয়। মাহবুব নরসিংদীর রায়পুরা উপজেলার বিল্লাল মিয়ার ছেলে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নদীতে নিখোঁজ অপর শিশুকে খুঁজে পাওয়ার চেষ্টা চলছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে বোনের বাড়ি বেড়াতে এসে গতকাল শনিবার সকালে তিতাস নদীর শ্রীমদ্দি গাংকুল বাড়ি ঘাট এলাকায় গোসলে নেমে পানিতে ডুবে যায় মারিয়া (১১)। তা ছাড়া একই দিন দুপুরে শিশু মাহবুব তিতাস নদীর কান্ধা এলাকার ঘাটে গোসলে নেমে নিখোঁজ হয়। সে নরসিংদী থেকে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

শিশু দুটি নিখোঁজ হওয়ার পর স্থানীয় বাসিন্দারা, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল চেষ্টা করেও গতকাল তাদের উদ্ধার করতে পারেনি। আজ সকালে নদীতে ভেসে উঠলে মাহবুবের লাশ উদ্ধার হয়। তবে মারিয়াকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত