হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় খেলনা কেনা নিয়ে ঝগড়ার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর দারুল ইসলাম সিনিয়র মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। নিহত মো. কাউসার (১৬) তাতুয়ারচর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সে কাঠের আসবাবের দোকানে কাজ করত।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চান্দেরচর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে পাশে মেলা বসেছিল। সেখানে শিশুদের খেলনা কেনা নিয়ে কাউসারের সঙ্গে চান্দেরচর ও কৃষ্ণপুর গ্রামের দুই কিশোরের কথা-কাটাকাটি হয়। এর জেরে দুজনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা কাউসারের ওপর হামলা করে। এ সময় দুজন কাউসারকে ছুরিকাঘাত করে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউসারের বাবা জাহাঙ্গীর বলেন, ‘আমার ছেলেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে আহত করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচাতে পারিনি। আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, কাউসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খুনিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। শিগগির আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
কুমিল্লার হোমনায় খেলনা কেনা নিয়ে ঝগড়ার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর দারুল ইসলাম সিনিয়র মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। নিহত মো. কাউসার (১৬) তাতুয়ারচর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সে কাঠের আসবাবের দোকানে কাজ করত।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চান্দেরচর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে পাশে মেলা বসেছিল। সেখানে শিশুদের খেলনা কেনা নিয়ে কাউসারের সঙ্গে চান্দেরচর ও কৃষ্ণপুর গ্রামের দুই কিশোরের কথা-কাটাকাটি হয়। এর জেরে দুজনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা কাউসারের ওপর হামলা করে। এ সময় দুজন কাউসারকে ছুরিকাঘাত করে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউসারের বাবা জাহাঙ্গীর বলেন, ‘আমার ছেলেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে আহত করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচাতে পারিনি। আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, কাউসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খুনিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। শিগগির আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারে গিয়ে হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার এবং হামলার ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়।
১৬ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চাষি ইয়াকুব আলীর পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা সব মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকায় ১ একর জমির প্রজেক্টের পুকুরে মরা মাছ ভেসে ওঠে। ভুক্তভোগী চাষি ইয়াকুব আলী ওই গ্রামের দিল মাহমুদের ছেলে। বিষ প্রয়োগে পুকুরে
২৩ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী লিয়াকত হোসেন বাবুল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশের কাছ থেকে আশানুরূপ সহায়তা না পেয়ে সোমবার তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
২৮ মিনিট আগেওসি বাবুল আজাদ বলেন, ওই তরুণীর লাশ যেভাবে পাওয়া গেছে, তাতে তাঁর পরিচয় দ্রুত শনাক্ত করা দুঃসাধ্য। কারণ, লাশের মাথা নেই, দুই হাতের কবজি ও পায়ের পাতা নেই। লাশে পচন ধরেছে। অন্তত ১৫ থেকে ২০ দিন আগে হত্যার পর ওই তরুণীর লাশ ডোবায় ফেলে রাখা হয়।
৪০ মিনিট আগে