Ajker Patrika

প্ররোচনা মামলায় রামগঞ্জে ৪ সাংবাদিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবালের আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার চার সাংবাদিকের জামিন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এই আদেশ দেন।

এর আগে গ্রেপ্তার চার সাংবাদিককে আদালতে হাজির করা হয়। পরে দুই পক্ষের আইনজীবীর শুনানি শেষে এই আদেশ দেন বিচারক।

এই সাংবাদিকেরা হলেন, ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন, সমকালের জাকির হোসেন ও মানবকণ্ঠের শাখাওয়াত হোসেন। তাঁরা পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি।

বাদীর আইনজীবী হাছিবুর রহমান বলেন, ‘অভিযুক্তদের সাত দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত বিষয়টি আমলে নিয়ে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।’

এদিকে আজ সকালে ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে জেলা নাগরিক অধিকার ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় ব্যাংক ম্যানেজার রাহিমা বেগমও জড়িত রয়েছেন দাবি করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান নিহতের স্বজনেরা।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মোস্তফা তারেক রবিনের মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার মোস্তফা কামালের ছেলে। তাঁর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ২৮ অক্টোবর নিহতের স্ত্রী শারমিন আক্তার রিমু বাদী হয়ে চার সাংবাদিকের নামে মামলা করেন। ঘটনার দিন বিকেলেই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।

১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনার নিউজ করতে একাধিকবার তথ্য সংগ্রহ করতে ব্যাংকে যান ওই চার সাংবাদিক। এর জেরে ব্যাংক কর্মকর্তা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ নিহত ব্যাংক কর্মকর্তার স্বজনদের। তবে এসব অভিযোগ অস্বীকার করে ওই সাংবাদিকদের স্বজনদের দাবি, মিথ্যা নাটক সাজিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত