Ajker Patrika

হোমনায় খেতে পড়ে ছিল ডাকাতি মামলার আসামির ক্ষতবিক্ষত লাশ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার হোমনা থেকে মো. ফারুক মিয়া ওরফে পান্ডু (৩০) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে বাগমারা গ্রামের চকেরহাটি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনি হোমনা থানার ডাকাতি, খুন দস্যুতাসহ পাঁচ মামলার আসামি। ওই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

বাগমারা গ্রামের বাসিন্দা ও হোমনা বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, পান্ডু গ্রামে থাকে না, সে পরিবার-পরিজন নিয়ে নারায়ণগঞ্জ থাকে। কখন গ্রামে আসে আবার কখন চলে যায়, কেউ জানে না।

পান্ডুর মা হোসনেয়ারা বেগম বলেন, ‘আজ সকালে আমার কাছে লোকজন এসে বলতেছে পান্ডুরে মাইরা ফালাইয়া রাখছে। পরে গিয়া দেখি ঠিকই, তারে মাইরা লাইছে। আমার ছেলেরে না মাইরা জেলে দিয়া দিত। আমি এর বিচার চাই।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, লাশের ঘাড়ে চাকুর ঘাইসহ পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। কোমরে কালো ওড়না বাঁধা ছিল।

ওসি আরও বলেন, তাঁর বিরুদ্ধে হোমনা থানায় ডাকাতি, খুন, দস্যুতাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতেই ওয়ারেন্ট আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। খুনের রহস্য উদ্‌ঘাটনে এবং খুনিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুর রহমান

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত