হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি আয়েশা নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যাওয়ার তিন দিন পর উদ্ধার করেছেন জেলেরা। আজ বৃহস্পতিবার সকালে অন্যান্য ট্রলারের সহযোগিতায় ট্রলারটি হাতিয়ার জাহাজমারা মোহাম্মদ আলী সুইজঘাটে নিয়ে আসেন জেলেরা।
সকালে সরেজমিনে দেখা যায়, উদ্ধার করা ট্রলারটি পানিতে ডুবে রয়েছে। এর এক পাশে ভেঙে যাওয়া অংশ দিয়ে সহজে পানি ঢুকছে ট্রলারের মধ্যে। এতে ট্রলারের কোল্ড স্টোরে থাকা মাছ পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ট্রলারের মাঝিমাল্লারা সেই মাছ নদীতে ফেলে দিচ্ছেন।
ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা ইউপি সদস্য মো. খোকন জানান, অন্য একটি ট্রলার তাঁর মালিকানা ট্রলারটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে ট্রলারের পাশের একটি অংশ ভেঙে যায়। এ সময় জোয়ারের স্রোতে ট্রলারে পানি ঢুকে কাত হয়ে ডুবে যায়। পরে জাহাজমারা জংগলিয়ার ঘাটের একটি ছোট ট্রলারের মাধ্যমে সেটি উদ্ধার করে নিয়ে আসেন।
ট্রলারের মালিক আরও জানান, ট্রলারে থাকা প্রায় ১০ লাখ টাকার জাল ও অন্যান্য মালামাল নদীতে ভেসে যায়। পানি ঢুকে পচে গেছে ট্রলারে থাকা প্রায় ৮ লাখ টাকার ইলিশ মাছ। গত মঙ্গলবার সকালে ট্রলারটি মাছ ধরে ঘাটে আসার পথে অন্য একটি ট্রলার সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে তাঁর ট্রলারকে আঘাত করে। রাতের আঁধারে হওয়ায় ট্রলারটি চিহ্নিত করতে পারেননি মাঝিমাল্লারা। এ ব্যাপারে তিনি হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাগরে ডুবে যাওয়া ট্রলারের মাঝি নেছার উদ্দিন জানান, সাগর উত্তাল ছিল, মাছও পাওয়া গেছে প্রচুর। ট্রলারে ৫ হাজারের মতো ইলিশ মাছ ছিল। ট্রলার নিয়ে ঘাটে আসার পথে হঠাৎ একটি ট্রলার এসে পাশ থেকে তাঁদের ট্রলারটিকে আঘাত করে। এতে প্রবল জোয়ারে স্রোতের মুখে পড়লে উল্টে যায় এটি। পরে সাঁতরে মাঝিমাল্লারা সবাই অন্যান্য ট্রলারে গিয়ে ওঠেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, গত কয়েক দিন ধরে কয়েকটি ট্রলারে জেলেদের মতো করে সাগরে অবস্থান করছে একটি চক্র। তারা সুযোগ বুঝে বিভিন্ন ট্রলারকে জিম্মি করে মাছ-জালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তাদের ট্রলারটিকে এভাবে জিম্মি করার চেষ্টা করেছিল। কিন্তু প্রথম আঘাতে ডুবে যাওয়ায় তারা পালি যায়।
এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘সাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ট্রলারের মালিক থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁর অভিযোগ, ডুবে যাওয়া ট্রলারটিকে অন্য একটি ট্রলার আঘাত করেছে। তবে কারও নাম উল্লেখ করতে পারেননি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি আয়েশা নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যাওয়ার তিন দিন পর উদ্ধার করেছেন জেলেরা। আজ বৃহস্পতিবার সকালে অন্যান্য ট্রলারের সহযোগিতায় ট্রলারটি হাতিয়ার জাহাজমারা মোহাম্মদ আলী সুইজঘাটে নিয়ে আসেন জেলেরা।
সকালে সরেজমিনে দেখা যায়, উদ্ধার করা ট্রলারটি পানিতে ডুবে রয়েছে। এর এক পাশে ভেঙে যাওয়া অংশ দিয়ে সহজে পানি ঢুকছে ট্রলারের মধ্যে। এতে ট্রলারের কোল্ড স্টোরে থাকা মাছ পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ট্রলারের মাঝিমাল্লারা সেই মাছ নদীতে ফেলে দিচ্ছেন।
ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা ইউপি সদস্য মো. খোকন জানান, অন্য একটি ট্রলার তাঁর মালিকানা ট্রলারটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে ট্রলারের পাশের একটি অংশ ভেঙে যায়। এ সময় জোয়ারের স্রোতে ট্রলারে পানি ঢুকে কাত হয়ে ডুবে যায়। পরে জাহাজমারা জংগলিয়ার ঘাটের একটি ছোট ট্রলারের মাধ্যমে সেটি উদ্ধার করে নিয়ে আসেন।
ট্রলারের মালিক আরও জানান, ট্রলারে থাকা প্রায় ১০ লাখ টাকার জাল ও অন্যান্য মালামাল নদীতে ভেসে যায়। পানি ঢুকে পচে গেছে ট্রলারে থাকা প্রায় ৮ লাখ টাকার ইলিশ মাছ। গত মঙ্গলবার সকালে ট্রলারটি মাছ ধরে ঘাটে আসার পথে অন্য একটি ট্রলার সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে তাঁর ট্রলারকে আঘাত করে। রাতের আঁধারে হওয়ায় ট্রলারটি চিহ্নিত করতে পারেননি মাঝিমাল্লারা। এ ব্যাপারে তিনি হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাগরে ডুবে যাওয়া ট্রলারের মাঝি নেছার উদ্দিন জানান, সাগর উত্তাল ছিল, মাছও পাওয়া গেছে প্রচুর। ট্রলারে ৫ হাজারের মতো ইলিশ মাছ ছিল। ট্রলার নিয়ে ঘাটে আসার পথে হঠাৎ একটি ট্রলার এসে পাশ থেকে তাঁদের ট্রলারটিকে আঘাত করে। এতে প্রবল জোয়ারে স্রোতের মুখে পড়লে উল্টে যায় এটি। পরে সাঁতরে মাঝিমাল্লারা সবাই অন্যান্য ট্রলারে গিয়ে ওঠেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, গত কয়েক দিন ধরে কয়েকটি ট্রলারে জেলেদের মতো করে সাগরে অবস্থান করছে একটি চক্র। তারা সুযোগ বুঝে বিভিন্ন ট্রলারকে জিম্মি করে মাছ-জালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তাদের ট্রলারটিকে এভাবে জিম্মি করার চেষ্টা করেছিল। কিন্তু প্রথম আঘাতে ডুবে যাওয়ায় তারা পালি যায়।
এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘সাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ট্রলারের মালিক থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁর অভিযোগ, ডুবে যাওয়া ট্রলারটিকে অন্য একটি ট্রলার আঘাত করেছে। তবে কারও নাম উল্লেখ করতে পারেননি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
৪ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
৪ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
৪ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
৪ ঘণ্টা আগে