Ajker Patrika

আইনজীবী সহকারীকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৪: ৪৫
আইনজীবী সহকারীকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের কুতুবদিয়ায় আইনজীবী সহকারীকে তুলে নিয়ে আটকে রেখে মারধরের ঘটনায় উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। গতকাল সোমবার ইউপি চেয়ারম্যান, পাঁচ গ্রাম পুলিশসহ ৯ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। 

আইনজীবী সহকারী হোছাইন আলী বলেন, অটোরিকশা থেকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে বেঁধে রেখে ইউপি চেয়ারম্যান তাঁকে নির্যাতন করেছেন। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছিলেন, কিন্তু এর তৎপরতা না থাকায় কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আজিম উদ্দিন ও সিকদারপাড়ার শফিউল আলমদের সঙ্গে আইনজীবী সহকারীর পারিবারিক বিরোধ রয়েছে। গত ২ জুলাই সকালে অটোরিকশাযোগে আদালতে যাওয়ার পথে উত্তর ধুরুং পরিষদের সামনে থেকে চেয়ারম্যান গ্রাম পুলিশদের পাঠিয়ে তাঁকে তুলে নিয়ে পরিষদের হলরুমে আটকে রেখে নির্যাতন করেন। 

বিষয়টি আইনজীবী অ্যাসোসিয়েশনের মাধ্যমে পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে হোছাইন আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে জানতে চাইলে মামলার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আজম আজকের পত্রিকাকে বলেন, আইনজীবী সহকারীকে রাস্তা থেকে তুলে পরিষদে বেঁধে নির্যাতনের ঘটনায় কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত