নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ফটিকছড়িতে ১৯৯২ সালে সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের গাড়িবহরে হামলা ও গুলি করে দলীয় কর্মী হত্যার ঘটনার মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাননি দুই পুলিশ কর্মকর্তা।
এ অপরাধে আজ মঙ্গলবার ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সেই সঙ্গে এই মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এক আদেশে এই পরোয়ানা জারি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন—মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দিন ও মো. শাহজাহান। তাঁরা এই মামলায় ১১ ও ১২ নম্বর সাক্ষী।
আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘১৯৯২ সালের দায়ের হওয়া এই হত্যা মামলাটিতে সাক্ষী না আসায় দীর্ঘদিন ধরে মামলার বিচার নিষ্পত্তি হচ্ছে না। মঙ্গলবার মামলাটির সাক্ষ্য দিন ধার্য ছিল। সাক্ষীরা না আসায় আদালত সাক্ষীর তালিকায় থাকা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আরও বলেন, ‘এই মামলায় ইতিমধ্যে সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।’
আদালত সূত্রে জানা যায়, ১৯৯২ সালের ৮ মে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সশস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন শিবির ক্যাডার নাছির উদ্দিনের বিরুদ্ধে। এতে সম্মেলনস্থলে জমির উদ্দিন নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হন। সম্মেলনের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের গাড়িতে হামলা চালিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হারুন বশরকেও হত্যা করেন সন্ত্রাসীরা। মোশাররফের বুকে রাইফেল ঠেকানোর পরও তিনি কোনোরকমে আত্মরক্ষা করেন। এই ঘটনায় মোশাররফের গাড়িচালক ইদ্রিস বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। ১৯৯৮ সালের ১৭ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র দাখিল হয়।
আরও জানা যায়, অভিযোগপত্রে ২৬ জনকে আসামি করা হয়। চার্জশিট ভুক্ত ১ নম্বর আসামি দিদারুল আলম জামিনে রয়েছেন। ২ নম্বর আসামি শিবির ক্যাডার নাছির উদ্দিন ও ৩ নম্বর আসামি শফিউল আলম বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন। এদের মধ্যে নুর ছফা নামে এক আসামির মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিন আসামির মৃত্যুর বিষয়ে আদালত প্রতিবেদন তলব করেছেন।
চট্টগ্রামে ফটিকছড়িতে ১৯৯২ সালে সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের গাড়িবহরে হামলা ও গুলি করে দলীয় কর্মী হত্যার ঘটনার মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাননি দুই পুলিশ কর্মকর্তা।
এ অপরাধে আজ মঙ্গলবার ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সেই সঙ্গে এই মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এক আদেশে এই পরোয়ানা জারি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন—মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দিন ও মো. শাহজাহান। তাঁরা এই মামলায় ১১ ও ১২ নম্বর সাক্ষী।
আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘১৯৯২ সালের দায়ের হওয়া এই হত্যা মামলাটিতে সাক্ষী না আসায় দীর্ঘদিন ধরে মামলার বিচার নিষ্পত্তি হচ্ছে না। মঙ্গলবার মামলাটির সাক্ষ্য দিন ধার্য ছিল। সাক্ষীরা না আসায় আদালত সাক্ষীর তালিকায় থাকা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আরও বলেন, ‘এই মামলায় ইতিমধ্যে সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।’
আদালত সূত্রে জানা যায়, ১৯৯২ সালের ৮ মে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সশস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন শিবির ক্যাডার নাছির উদ্দিনের বিরুদ্ধে। এতে সম্মেলনস্থলে জমির উদ্দিন নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হন। সম্মেলনের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের গাড়িতে হামলা চালিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হারুন বশরকেও হত্যা করেন সন্ত্রাসীরা। মোশাররফের বুকে রাইফেল ঠেকানোর পরও তিনি কোনোরকমে আত্মরক্ষা করেন। এই ঘটনায় মোশাররফের গাড়িচালক ইদ্রিস বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। ১৯৯৮ সালের ১৭ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র দাখিল হয়।
আরও জানা যায়, অভিযোগপত্রে ২৬ জনকে আসামি করা হয়। চার্জশিট ভুক্ত ১ নম্বর আসামি দিদারুল আলম জামিনে রয়েছেন। ২ নম্বর আসামি শিবির ক্যাডার নাছির উদ্দিন ও ৩ নম্বর আসামি শফিউল আলম বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন। এদের মধ্যে নুর ছফা নামে এক আসামির মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিন আসামির মৃত্যুর বিষয়ে আদালত প্রতিবেদন তলব করেছেন।
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকি, অপহরণের চেষ্টা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা
১৪ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৭ ঘণ্টা আগে