ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক বৃদ্ধ অরুণ মিয়াকে (৭০) হত্যার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে হত্যার পর মরদেহ নয় টুকরা করে পলিথিনে পেঁচিয়ে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগমের প্রাথমিক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের প্রথম স্ত্রীর ছেলে লুৎফুর রহমান রুবেল বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম, তাঁর মেয়ে লাকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে মোমেনা ও তাঁর মেয়ে লাকীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিলেন অরুণ মিয়া। তাঁর বাবার নাম সুরুজ বেপারী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মধ্যপাড়ার অরুণ মিয়ার প্রথম স্ত্রী মৃত্যুর পর ৩৫ বছর আগে। এরপর দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের মোমেনা বেগমকে। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৭ সাল থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ বেড়ে আকার ধারণ করে।
গত শুক্রবার বিকেল থেকে অরুণ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) তাঁর প্রথম স্ত্রীর সন্তান লুৎফুর রহমান রুবেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অরুণ মিয়ার পার্শ্ববর্তী বাড়ির সৌদিপ্রবাসী মনির মিয়ার সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হয়। পরে খবর পেয়ে পুলিশ সেপটিক ট্যাংকের পানি সেচে ইট দিয়ে মোড়ানো অবস্থায় নয়টি পলিথিন উদ্ধার করে। পলিথিন খুলে লাশের ৯ টুকরা পাওয়া যায়। সেগুলো অরুণ মিয়ার লাশ বলে তাঁর ছেলে শনাক্ত করেন।
প্রতিবেশী কুদ্দুস মিয়া বলেন, ‘গত শুক্রবার অরুণ মিয়া মসজিদে নামাজ পড়েছে। তারপর থেকে সে নিখোঁজ ছিল। তার বউ আমাদের বলেছে শুক্রবার সকালে সে ঢাকা গেছে। তখনই আমাদের মনে সন্দেহ হয়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় আমরা মনিরের বাড়ির সেপটিক ট্যাংকে দুর্গন্ধ পাই। খবর পেয়ে পুলিশ লাশের ৯ টুকরো পলিথিনে মোড়ানো উদ্ধার করে। এইগুলো খুলে লাশ শনাক্ত করে তার ছেলে।’
অরুণ মিয়ার প্রথম স্ত্রীর সন্তান লুৎফুর রহমান রুবেল বলেন, ‘আমার বাবাকে ছোট মা নির্মমভাবে হত্যা করেছে। আমার আপন মা মারা গেছে ৩৫ বছর আগে। আমার বাবা ২০১৭ সাল থেকে টানা আমার কাছে ছিল। কয়েক মাস আগে আমার প্রতিবেশী চাচারা বিষয়টি মিটমাট করে দিলে ছোট মায়ের সঙ্গে বাবা থাকা শুরু করে। কয়েক দিন যাবৎ ফোনে বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাচ্ছি না। বাবাকে খুঁজে না পাওয়ার বিষয়ে গত রোববার (২৯ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুর থানায় সাধারণ ডায়েরি করি। প্রবাসী মনির মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকে ৯ টুকরো ইট দিয়ে মোড়ানো পলিথিন ব্যাগ উদ্ধার করে। পরে এগুলো খুললে আমার বাবার লাশ শনাক্ত করি।’
বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার পাল জানান, প্রাথমিক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন স্ত্রী মোমেনা। পারিবারিক কলহের জেরে তাঁকে মাথায় আঘাত করলে বৃদ্ধের মৃত্যু হয়। পরে মোমেনা চাপাতি দিয়ে লাশ টুকরো টুকরো করে ৯টি পলিথিনে বেঁধে পার্শ্ববর্তী সৌদিপ্রবাসী মনির মিয়ার সেপটিক ট্যাংকে ফেলে দেন।
পরিদর্শক আরও বলেন, ‘আমাদের ধারণা মোমেনা ছাড়াও এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারে। এই ঘটনায় অরুণ মিয়ার দ্বিতীয় স্ত্রীর মেয়ে লাকিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে তাঁদের পাঠানো হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক বৃদ্ধ অরুণ মিয়াকে (৭০) হত্যার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে হত্যার পর মরদেহ নয় টুকরা করে পলিথিনে পেঁচিয়ে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগমের প্রাথমিক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের প্রথম স্ত্রীর ছেলে লুৎফুর রহমান রুবেল বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম, তাঁর মেয়ে লাকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে মোমেনা ও তাঁর মেয়ে লাকীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিলেন অরুণ মিয়া। তাঁর বাবার নাম সুরুজ বেপারী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মধ্যপাড়ার অরুণ মিয়ার প্রথম স্ত্রী মৃত্যুর পর ৩৫ বছর আগে। এরপর দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের মোমেনা বেগমকে। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৭ সাল থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ বেড়ে আকার ধারণ করে।
গত শুক্রবার বিকেল থেকে অরুণ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) তাঁর প্রথম স্ত্রীর সন্তান লুৎফুর রহমান রুবেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অরুণ মিয়ার পার্শ্ববর্তী বাড়ির সৌদিপ্রবাসী মনির মিয়ার সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হয়। পরে খবর পেয়ে পুলিশ সেপটিক ট্যাংকের পানি সেচে ইট দিয়ে মোড়ানো অবস্থায় নয়টি পলিথিন উদ্ধার করে। পলিথিন খুলে লাশের ৯ টুকরা পাওয়া যায়। সেগুলো অরুণ মিয়ার লাশ বলে তাঁর ছেলে শনাক্ত করেন।
প্রতিবেশী কুদ্দুস মিয়া বলেন, ‘গত শুক্রবার অরুণ মিয়া মসজিদে নামাজ পড়েছে। তারপর থেকে সে নিখোঁজ ছিল। তার বউ আমাদের বলেছে শুক্রবার সকালে সে ঢাকা গেছে। তখনই আমাদের মনে সন্দেহ হয়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় আমরা মনিরের বাড়ির সেপটিক ট্যাংকে দুর্গন্ধ পাই। খবর পেয়ে পুলিশ লাশের ৯ টুকরো পলিথিনে মোড়ানো উদ্ধার করে। এইগুলো খুলে লাশ শনাক্ত করে তার ছেলে।’
অরুণ মিয়ার প্রথম স্ত্রীর সন্তান লুৎফুর রহমান রুবেল বলেন, ‘আমার বাবাকে ছোট মা নির্মমভাবে হত্যা করেছে। আমার আপন মা মারা গেছে ৩৫ বছর আগে। আমার বাবা ২০১৭ সাল থেকে টানা আমার কাছে ছিল। কয়েক মাস আগে আমার প্রতিবেশী চাচারা বিষয়টি মিটমাট করে দিলে ছোট মায়ের সঙ্গে বাবা থাকা শুরু করে। কয়েক দিন যাবৎ ফোনে বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাচ্ছি না। বাবাকে খুঁজে না পাওয়ার বিষয়ে গত রোববার (২৯ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুর থানায় সাধারণ ডায়েরি করি। প্রবাসী মনির মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকে ৯ টুকরো ইট দিয়ে মোড়ানো পলিথিন ব্যাগ উদ্ধার করে। পরে এগুলো খুললে আমার বাবার লাশ শনাক্ত করি।’
বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার পাল জানান, প্রাথমিক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন স্ত্রী মোমেনা। পারিবারিক কলহের জেরে তাঁকে মাথায় আঘাত করলে বৃদ্ধের মৃত্যু হয়। পরে মোমেনা চাপাতি দিয়ে লাশ টুকরো টুকরো করে ৯টি পলিথিনে বেঁধে পার্শ্ববর্তী সৌদিপ্রবাসী মনির মিয়ার সেপটিক ট্যাংকে ফেলে দেন।
পরিদর্শক আরও বলেন, ‘আমাদের ধারণা মোমেনা ছাড়াও এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারে। এই ঘটনায় অরুণ মিয়ার দ্বিতীয় স্ত্রীর মেয়ে লাকিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে তাঁদের পাঠানো হয়েছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে