Ajker Patrika

চট্টগ্রামে ঈদের বকেয়া বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ঈদের বকেয়া বোনাসের দাবিতে ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ।  ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে ঈদের বকেয়া বোনাসের দাবিতে ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে ঈদের বকেয়া বোনাসের দাবিতে প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) মডেস্টি কারখানার শ্রমিকেরা আজ বুধবার সকাল ১০টার দিকে ইপিজেড মোড়ে এসে সড়ক অবরোধ করেন। পরে বেলা ১১টার দিকে তাঁদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জেএনএফ করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান মডেস্টির একটি কারখানায় প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক কাজ করেন। ঈদে তাঁদের বোনাস দেওয়া হয়নি। ১৭ এপ্রিল তা পরিশোধ করা হবে বলে জানিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। তবে শ্রমিকেরা তা মানতে রাজি না হয়ে কারখানায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ইপিজেড মোড়ে এসে এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

সহকারী কমিশনার হাসান বলেন, ‘শ্রমিকদের দাবি আজই (বুধবার) তাঁদের ঈদের বোনাস ও মার্চ মাসের বেতন দিতে হবে। আমরা শ্রমিকদের বুঝিয়ে আপাতত সড়ক থেকে সরিয়ে দিয়েছি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

উল্লেখ, গত শনিবার থেকে চট্টগ্রাম ইপিজেডে একের পর এক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারখানার শ্রমিকেরা এসে সড়ক অবরোধ করছেন। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

বরিশালে ঘরের ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, খাটের ওপর নিথর দেহ স্ত্রীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত