Ajker Patrika

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ মৃত্যু, আক্রান্ত ৮০১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ মৃত্যু, আক্রান্ত ৮০১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০১ জন। সংক্রমণের হার ৩৯ শতাংশ। যা আগের দিন ছিল ২৩ শতাংশ। আজ রোববার জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৬৯ জন এবং বিভিন্ন উপজেলার ৩৩২ জন। জেলার হাটহাজারী উপজেলায় সর্বোচ্চ ৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছেন ৭৫ হাজার ৩৬৩ জন। এর মধ্যে নগরে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৯০৯ এবং অন্যান্য উপজেলার ১৮ হাজার ৪৫৪ জন। এ ছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৮৮৫ জন। এর মধ্যে নগরের ৫৪৩ জন এবং বিভিন্ন উপজেলার ৩৪২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত