Ajker Patrika

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
ফাইল ছবি
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির নিকুছড়ি সীমান্তে মিয়ানমার সশস্ত্র বিদ্রোহীদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। সীমান্তের একাধিক বাসিন্দা বলছেন, ওই নারী মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সোর্স।

আহত নারীর নাম লাকি সিং (২৪)। তিনি সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের সুমং কারবারির মেয়ে।

৩৪ বিজিবি আওতাধীন নিকুছড়ি সীমান্তের ৪১ ও ৪২ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় মিয়ানমারের ৪০০ মিটার ভেতরে স্থলমাইনটি বিস্ফোরিত হয়।

সূত্র জানায়, দুর্ঘটনাস্থলটি বর্তমানে আরাকান আর্মির দখলে থাকা অংজান ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা।

সীমান্তের একাধিক বাসিন্দা আজকের পত্রিকাকে জানান, লাকি খুবই দুর্ধর্ষ। তিনি ব্যবসার নাম দিয়ে আরাকান আর্মির সোর্স হিসেবে কাজ করেন। আজ বিদ্রোহীদের পুঁতে রাখা স্থলমাইনে ভুলে পা দিয়ে দুর্ঘটনার শিকার হন। আহত হওয়ার পর তাঁকে আরাকান আর্মির সহায়তা সীমান্তে আনা হয়। পরে তাঁকে প্রথমে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, এক নারীর আহত হওয়ার বিষয়টি তিনি জানেন।

বিষয়টি নিয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, স্থলমাইন বিস্ফোরণ হয় ওপারে (মিয়ানমার)। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির জন্য সীমান্তের প্রতিটি পয়েন্টে সভা-সমাবেশ করা হয়েছে। তারপরেও ওই নারী গোপনে ওপারে গেছেন। যা কোনোভাবেই কাম্য না। আহত নারী বিদ্রোহী আরাকান আর্মির সোর্স কি না, এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি কর্মকর্তা বলেন, সীমান্তে ৩৪ বিজিবির কড়া নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় জননিরাপত্তা নিশ্চিতকরণে চোরাচালান, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে ৩৪ বিজিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত