Ajker Patrika

চাটখিলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

নোয়াখালী প্রতিনিধি
চাটখিলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-নোয়াখালী সড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় অমিত হাসান (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে চাটখিল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শাওন ও মিলন নামের আরও দুই আরোহী আহত হয়েছেন। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত অমিত হাসান চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মির্জাপুর এলাকার নাছির উদ্দিনের ছেলে। আহতরা দুজন একই এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল যোগে অমিত, শাওন ও মিলন মোটরসাইকেল যোগে চাটখিল থানার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় রামগঞ্জ থেকে মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসা ‘জননী সার্ভিস’ এর একটি যাত্রীবাহী বাস থানার সামনের সড়কে পৌঁছালে তাদের মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ওই তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে অমিত নিহত ও অপর দুজন আহত হয়। মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেলেও সেটি শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাসটি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত