Ajker Patrika

নোবিপ্রোবিতে ভিসির পদত্যাগের দাবিতে ‘স্টেপ ডাউন ভিসি’ কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৬: ০৮
Thumbnail image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রোবি) উপাচার্য অধ্যাপক ড. দিদারউল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকি ও রেজিস্ট্রার জসীমউদ্দিনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘স্টেপ ডাউন ভিসি’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ভিসির বাসভবন ঘেরাও করেন। 

আজ রোববার বেলা ১১টা থেকে নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তাঁরা। 

প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। 

এ সময় আন্দোলনকারীরা ভিসি, প্রোভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন, কোটা আন্দোলনবিরোধী বিভিন্ন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে এবং বিগত সময় ঘটে আসা বিভিন্ন অনাচারের দরুন বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে শিক্ষার্থীদের কাছে প্রশ্নবিদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীরা সেখানে আস্থা হারিয়ে ফেলেছে। এসব বিষয় সামনে রেখে এবং বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তার কথা বিবেচনা করে দুর্নীতিবাজ উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করে। 

দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত এই তিন কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাদের নামের পদত্যাগপত্র লিখে নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে। একই সঙ্গে তাঁদের পদত্যাগ করতে বাধ্য করাসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত