Ajker Patrika

রাঙামাটি যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ২ বন্ধুর মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২৩, ১৬: ৫৮
Thumbnail image

ঢাকা থেকে রাঙামাটি ঘুরতে যাচ্ছিলেন দুই বন্ধু। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা মারা যান। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সদর উপজেলার লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই বন্ধু হলেন ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. শুভ (২৬) ও ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে মো. মারুফ (২৬)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল। তিনি বলেন, ‘লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের মোটরসাইকেলটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

ওসি কামাল ও ঘটনাস্থল এলাকার লোকজন জানান, শুভ ও মারুফ মোটরসাইকেলে করে বেড়াতে ঢাকা থেকে রাঙামাটি যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় পৌঁছালে তাঁদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরই ছিটকে পড়ে। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত