Ajker Patrika

নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না, প্রধান উপদেষ্টার উদ্দেশে জয়নুল আবদিন

নোয়াখালী প্রতিনিধি
সেনবাগ উপজেলা বিএনপির সমাবেশে জয়নুল আবদিন ফারুক। ছবি: আজকের পত্রিকা
সেনবাগ উপজেলা বিএনপির সমাবেশে জয়নুল আবদিন ফারুক। ছবি: আজকের পত্রিকা

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আমরা আপনাকে পছন্দ করি, আপনার কথা আমাদের ভালো লাগে। কিন্তু কারও কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। আজ ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। কারণ, নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে, ততই ওই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে।’

তিনি বলেন, ‘তাদের (অপশক্তি) কাছে টাকা আছে। তাই এদের যদি রুখতে হয়, হাসিনার বিচার করতে হয়, তাহলে নির্বাচন দিতে হবে। আর আপনারাও হাসিনার বিচার করেন, তাতে কারও কোনো আপত্তি নেই। প্রতিটি নিপীড়নকারীর বিচার বাংলাদেশে হবে।’

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সারা বাংলাদেশে যারা বিএনপির ওপর নির্যাতন, অত্যাচার করেছে; বিএনপিকে নির্মূল করে দিয়েছে; বিএনপির নেতা-কর্মীদের নিঃশেষ করে দিয়েছে; যারা এখন পরিবার নিয়ে স্বাভাবিক জীবন ধারণ করতে পারেন না। আজকে তাদের সামনে ওই শয়তানেরা, গণতন্ত্র হত্যাকারীরা, মামলা দেওয়া লোকগুলো যদি মিছিল করে, তারা কি সেটা মেনে নিতে পারে? কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন কোনো প্রকার মব সৃষ্টি করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাই তো তারেক রহমানের শক্ত হাতে বিএনপি টিকে আছে।’

বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘যারা তারেক রহমানকে ক্ষমতায় বসতে দিতে চাচ্ছে না। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি নিজেদের মধ্যে ঐক্যই না থাকে, তাহলে এসব স্বৈরাচারকে মোকাবিলা করবেন কীভাবে। নির্বাচন এ দেশে অবশ্যই হবে, তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আর বিএনপিকে বাদ দিয়ে এ দেশে নির্বাচন কখনো হবে না। বিএনপি ধৈর্যের দল।’

উপজেলা বিএনপির নেতা মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও আব্দুল হান্নান লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদ উল্যা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী বাচ্চু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত