Ajker Patrika

দুই রোহিঙ্গা মাঝি হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
দুই রোহিঙ্গা মাঝি হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা মাঝি মো. আনোয়ার ও মৌলভী ইউনুসকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ মঙ্গলবার উখিয়ার ১৩ ও ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি তারা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

আটক আসামিরা হলেন-১৩ নম্বার রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কালা মিয়ার ছেলে সমসু আলম (৫২), মৃত সব্বির আহমেদের ছেলে রশিদ আহমেদ (৫৩), এফ ব্লকের মৃত মৌলভী জুবায়ের আহম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৮) ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আলী আহমেদের ছেলে নজির আহম্মেদ (৪৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি জানান, ঘটনার পর থেকে অপরাধীদের গ্রেপ্তারে ব্লকরেইডসহ নানা কৌশলে অভিযান পরিচালনা করে ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে এজাহারনামীয় ৪ আসামিকে আটকেরা হয়। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে এপিবিএন অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

গত ১৫ অক্টোবর সন্ধ্যায় উখিয়ার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের এ/ ১৮ ব্লকের একটি চায়ের দোকানের সামনে পার্শ্ববর্তী ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী ইউনুসকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

অইদিন রাতেই এই ঘটনায় নিহত আনোয়ারের ভাই বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় হত্যা মামলা রুজু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত