Ajker Patrika

নোয়াখালীতে ‘ট্রেনের নিচে মাথা দিয়ে প্রবাসীর আত্মহত্যা’

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ‘ট্রেনের নিচে মাথা দিয়ে প্রবাসীর আত্মহত্যা’

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে আবুল বাশার দুলাল (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার চৌমুহনী রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আবুল বাশার দুলাল সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে।

তবে স্থানীয় লোকজন বলছে, আবুল বাশার দুলাল নিজেই রেললাইনে শুয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তারা জানায়, গতকাল রাতে কুমিল্লা থেকে সমতল এক্সপ্রেস ট্রেনটি সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসে। রাত ৮টার দিকে ট্রেনটি চৌমুহনী স্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের পাশে থাকা এক ব্যক্তি লাইনের ওপর শুয়ে পড়েন। তাতে ট্রেনে তাঁর শরীর কাটা পড়ে।

রেলওয়ে পুলিশ জানায়, দুলাল প্রায় ২৪ বছর ধরে কাতারে থাকেন। মাঝেমধ্যে দেশে এসে ঘুরে যেতেন। চার মাস আগে তিনি দেশ থেকে কাতারে যান। গতকাল সোমবার সকালে পরিবারের কাউকে না জানিয়ে তিনি দেশে আসেন। বাসে ঢাকা থেকে চৌমুহনী এসে বাড়ি না গিয়ে চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করেন। পরে ট্রেন এলে রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, লাশ রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত