Ajker Patrika

নিখোঁজ ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি
মো. সোহাগ হোসেন সুইট। ছবি: সংগৃহীত
মো. সোহাগ হোসেন সুইট। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে নিখোঁজের দুই দিন পর মো. সোহাগ হোসেন সুইট (২১) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২১ জুলাই) উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে চকিদার মোড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক মো. সোহাগ হোসেন সুইট উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সমর্থিত ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে সুইট তাঁর বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তখন তিনি গোপালপুর বাজারে ছিলেন বলে জানান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

আজ বেলা দেড়টার দিকে বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পাশের পাটখেতে সুইটের বাবা তাঁর ছেলের লাশ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে, যা হত্যার ইঙ্গিত দেয় বলে ধারণা করছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সুইট নিখোঁজ থাকার বিষয়ে তাঁর পরিবার আজ সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। এ সময় রাস্তার পাশে লাশ পড়ে থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরিবার সুইটের লাশ নিশ্চিত করলে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত