Ajker Patrika

কুমিল্লায় মন্দির ভাঙচুরের মামলায় ১৭ জনের পাঁচ দিন করে রিমান্ড

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৪: ২৬
কুমিল্লায় মন্দির ভাঙচুরের মামলায় ১৭ জনের পাঁচ দিন করে রিমান্ড

কুমিল্লার ঠাকুরপাড়া কালীমন্দির ভাঙচুরের ঘটনায় মামলায় ১৭ আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৭ আসামিকে হাজিরে করে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেন। পরে ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি সেন তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

কুমিল্লা কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। 

গত ১৩ অক্টোবর নগরীর নানুয়াদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত