হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
মধ্যরাতে সবার মাথায় হেলমেট ও হাতে দেশীয় অস্ত্র। মোটরসাইকেলে করে ৩০-৪০ জনের একটি দল বাজারের এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই নির্মাণাধীন কয়েকটি দোকান ভেঙে ফেলেন তারা। হাতুড়ি আর হ্যামারের আওয়াজে স্থানীদের ঘুম ভেঙে যায়।
আওয়াজ শুনে সবার মতো ছুটে আসেন দোকানের মালিক ব্যবসায়ী হাজী আলী আহাম্মদ ও পরিবারের সদস্যরা। এ সময় পিটিয়ে আহত করা হয় পরিবারের তিন নারীকে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটে গত রোববার রাতে নোয়াখালী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে। এই ঘটনায় গতকাল সোমবার রাতে থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, হাজী আলী আহাম্মদের সঙ্গে তার ভাইদের জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। একাধিকবার তাদের মালিকানা নিয়ে গ্রাম্য সালিস বৈঠক হয়। নতুন এই দোকান ভাঙচুরের ঘটনা পূর্বের বিরোধের কারণে ঘটেছে বলে তাদের ধারণা।
রাতে বাজার পাহারায় থাকা জাহের উদ্দিন বলেন, ‘৩০-৪০ জনের একটি দল। সবাই হেলমেট ও মুখোশ পরা ছিল। কেউ ভয়ে কেউ সামনে আসতে সাহস পায়নি। দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে। সম্পূর্ণ ভবন ভেঙে ফেলা পর্যন্ত তারা বাজারে অবস্থান করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশ আসে।’
ভুক্তভোগী হাজী আলী আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘এরা ভাড়াটে সন্ত্রাসী। সবার সঙ্গে অস্ত্র ছিল। আমি ও ছেলেরা আওয়াজ শুনে এগিয়ে এলেও অস্ত্রের মুখে দাঁড়াতে পারিনি। কিন্তু সন্ত্রাসীরা ছেলের বউ ও আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে।
ঘটনার সময় জাহাজমারা পুলিশকে বারবার ফোন করেও কোন সহযোগিতা পাইনি। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আসে। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ এই ঘটনায় তার ভাই ইসমাইলসহ বাজার কমিটির দায়িত্বশীল অনেকে জড়িত বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে যাই। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
মধ্যরাতে সবার মাথায় হেলমেট ও হাতে দেশীয় অস্ত্র। মোটরসাইকেলে করে ৩০-৪০ জনের একটি দল বাজারের এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই নির্মাণাধীন কয়েকটি দোকান ভেঙে ফেলেন তারা। হাতুড়ি আর হ্যামারের আওয়াজে স্থানীদের ঘুম ভেঙে যায়।
আওয়াজ শুনে সবার মতো ছুটে আসেন দোকানের মালিক ব্যবসায়ী হাজী আলী আহাম্মদ ও পরিবারের সদস্যরা। এ সময় পিটিয়ে আহত করা হয় পরিবারের তিন নারীকে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটে গত রোববার রাতে নোয়াখালী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে। এই ঘটনায় গতকাল সোমবার রাতে থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, হাজী আলী আহাম্মদের সঙ্গে তার ভাইদের জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। একাধিকবার তাদের মালিকানা নিয়ে গ্রাম্য সালিস বৈঠক হয়। নতুন এই দোকান ভাঙচুরের ঘটনা পূর্বের বিরোধের কারণে ঘটেছে বলে তাদের ধারণা।
রাতে বাজার পাহারায় থাকা জাহের উদ্দিন বলেন, ‘৩০-৪০ জনের একটি দল। সবাই হেলমেট ও মুখোশ পরা ছিল। কেউ ভয়ে কেউ সামনে আসতে সাহস পায়নি। দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে। সম্পূর্ণ ভবন ভেঙে ফেলা পর্যন্ত তারা বাজারে অবস্থান করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশ আসে।’
ভুক্তভোগী হাজী আলী আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘এরা ভাড়াটে সন্ত্রাসী। সবার সঙ্গে অস্ত্র ছিল। আমি ও ছেলেরা আওয়াজ শুনে এগিয়ে এলেও অস্ত্রের মুখে দাঁড়াতে পারিনি। কিন্তু সন্ত্রাসীরা ছেলের বউ ও আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে।
ঘটনার সময় জাহাজমারা পুলিশকে বারবার ফোন করেও কোন সহযোগিতা পাইনি। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আসে। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ এই ঘটনায় তার ভাই ইসমাইলসহ বাজার কমিটির দায়িত্বশীল অনেকে জড়িত বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে যাই। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে