হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
মধ্যরাতে সবার মাথায় হেলমেট ও হাতে দেশীয় অস্ত্র। মোটরসাইকেলে করে ৩০-৪০ জনের একটি দল বাজারের এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই নির্মাণাধীন কয়েকটি দোকান ভেঙে ফেলেন তারা। হাতুড়ি আর হ্যামারের আওয়াজে স্থানীদের ঘুম ভেঙে যায়।
আওয়াজ শুনে সবার মতো ছুটে আসেন দোকানের মালিক ব্যবসায়ী হাজী আলী আহাম্মদ ও পরিবারের সদস্যরা। এ সময় পিটিয়ে আহত করা হয় পরিবারের তিন নারীকে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটে গত রোববার রাতে নোয়াখালী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে। এই ঘটনায় গতকাল সোমবার রাতে থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, হাজী আলী আহাম্মদের সঙ্গে তার ভাইদের জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। একাধিকবার তাদের মালিকানা নিয়ে গ্রাম্য সালিস বৈঠক হয়। নতুন এই দোকান ভাঙচুরের ঘটনা পূর্বের বিরোধের কারণে ঘটেছে বলে তাদের ধারণা।
রাতে বাজার পাহারায় থাকা জাহের উদ্দিন বলেন, ‘৩০-৪০ জনের একটি দল। সবাই হেলমেট ও মুখোশ পরা ছিল। কেউ ভয়ে কেউ সামনে আসতে সাহস পায়নি। দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে। সম্পূর্ণ ভবন ভেঙে ফেলা পর্যন্ত তারা বাজারে অবস্থান করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশ আসে।’
ভুক্তভোগী হাজী আলী আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘এরা ভাড়াটে সন্ত্রাসী। সবার সঙ্গে অস্ত্র ছিল। আমি ও ছেলেরা আওয়াজ শুনে এগিয়ে এলেও অস্ত্রের মুখে দাঁড়াতে পারিনি। কিন্তু সন্ত্রাসীরা ছেলের বউ ও আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে।
ঘটনার সময় জাহাজমারা পুলিশকে বারবার ফোন করেও কোন সহযোগিতা পাইনি। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আসে। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ এই ঘটনায় তার ভাই ইসমাইলসহ বাজার কমিটির দায়িত্বশীল অনেকে জড়িত বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে যাই। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
মধ্যরাতে সবার মাথায় হেলমেট ও হাতে দেশীয় অস্ত্র। মোটরসাইকেলে করে ৩০-৪০ জনের একটি দল বাজারের এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই নির্মাণাধীন কয়েকটি দোকান ভেঙে ফেলেন তারা। হাতুড়ি আর হ্যামারের আওয়াজে স্থানীদের ঘুম ভেঙে যায়।
আওয়াজ শুনে সবার মতো ছুটে আসেন দোকানের মালিক ব্যবসায়ী হাজী আলী আহাম্মদ ও পরিবারের সদস্যরা। এ সময় পিটিয়ে আহত করা হয় পরিবারের তিন নারীকে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটে গত রোববার রাতে নোয়াখালী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে। এই ঘটনায় গতকাল সোমবার রাতে থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, হাজী আলী আহাম্মদের সঙ্গে তার ভাইদের জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। একাধিকবার তাদের মালিকানা নিয়ে গ্রাম্য সালিস বৈঠক হয়। নতুন এই দোকান ভাঙচুরের ঘটনা পূর্বের বিরোধের কারণে ঘটেছে বলে তাদের ধারণা।
রাতে বাজার পাহারায় থাকা জাহের উদ্দিন বলেন, ‘৩০-৪০ জনের একটি দল। সবাই হেলমেট ও মুখোশ পরা ছিল। কেউ ভয়ে কেউ সামনে আসতে সাহস পায়নি। দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে। সম্পূর্ণ ভবন ভেঙে ফেলা পর্যন্ত তারা বাজারে অবস্থান করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশ আসে।’
ভুক্তভোগী হাজী আলী আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘এরা ভাড়াটে সন্ত্রাসী। সবার সঙ্গে অস্ত্র ছিল। আমি ও ছেলেরা আওয়াজ শুনে এগিয়ে এলেও অস্ত্রের মুখে দাঁড়াতে পারিনি। কিন্তু সন্ত্রাসীরা ছেলের বউ ও আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে।
ঘটনার সময় জাহাজমারা পুলিশকে বারবার ফোন করেও কোন সহযোগিতা পাইনি। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আসে। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ এই ঘটনায় তার ভাই ইসমাইলসহ বাজার কমিটির দায়িত্বশীল অনেকে জড়িত বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে যাই। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
২ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
২ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে