হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় মাদ্রাসাছাত্র মো. সজীবের (১০) লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে আজ মঙ্গলবার হোমনা থানায় মামলাটি করেন।
মামলায় সন্দেহভাজন ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাদ্রাসার সুপার মো. ইয়াছিন (৩০), শিক্ষক রাকিবুল হাসান আশিক রুবেল (২৫), মাদ্রাসার পাশের বাড়ির মনির হোসেনকে (৩০) জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১৩ অক্টোবর রাত ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল সাড়ে ৭টার মধ্যে মাদ্রাসার সুপার মো. ইয়াছিন, শিক্ষক রাকিবুল হাসান আশিক রুবেল, মাদ্রাসার পাশের বাড়ির মনির হোসেন, স্থানীয় ইকবাল হেসেন রনি, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আসাদসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মিলে তাঁর ছেলেকে হত্যা করে ডোবায় কচুরিপানার ভেতরে লাশ গুম করে বলে তাঁর সন্দেহ হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, এখনো মামলার সঠিক জানা সম্ভব হয়নি। তবে এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য যে কজনকে আটক করা হয়েছে, তাঁদের মধ্যে মাদ্রাসার সুপারসহ তিনজনকে এ ঘটনায় জড়িত সন্দেহ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদ চলছে।
এ বিষয়ে হোমনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মীর মাসুদ রানা বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ডোবার কচুরিপানার নিচ থেকে ওই মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র সজীবের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কুমিল্লার হোমনায় মাদ্রাসাছাত্র মো. সজীবের (১০) লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে আজ মঙ্গলবার হোমনা থানায় মামলাটি করেন।
মামলায় সন্দেহভাজন ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাদ্রাসার সুপার মো. ইয়াছিন (৩০), শিক্ষক রাকিবুল হাসান আশিক রুবেল (২৫), মাদ্রাসার পাশের বাড়ির মনির হোসেনকে (৩০) জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১৩ অক্টোবর রাত ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল সাড়ে ৭টার মধ্যে মাদ্রাসার সুপার মো. ইয়াছিন, শিক্ষক রাকিবুল হাসান আশিক রুবেল, মাদ্রাসার পাশের বাড়ির মনির হোসেন, স্থানীয় ইকবাল হেসেন রনি, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আসাদসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মিলে তাঁর ছেলেকে হত্যা করে ডোবায় কচুরিপানার ভেতরে লাশ গুম করে বলে তাঁর সন্দেহ হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, এখনো মামলার সঠিক জানা সম্ভব হয়নি। তবে এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য যে কজনকে আটক করা হয়েছে, তাঁদের মধ্যে মাদ্রাসার সুপারসহ তিনজনকে এ ঘটনায় জড়িত সন্দেহ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদ চলছে।
এ বিষয়ে হোমনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মীর মাসুদ রানা বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ডোবার কচুরিপানার নিচ থেকে ওই মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র সজীবের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশাল শিল্পকলা একাডেমিতে অচলাবস্থা তৈরি হয়েছে। পাঁচ মাস ধরে সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না। শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিকল থাকায় হল ভাড়া নিচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এদিকে সংগঠনগুলোকে আমন্ত্রণ জানাতেও...
৫ মিনিট আগেনীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
২৬ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
২ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগে