Ajker Patrika

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি
Thumbnail image

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৪৫) নিহত হয়েছেন। গতকাল গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

জানা যায়, নিহত দেলোয়ার হোসেন কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে। বড় ভাই দেলোয়ার হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ছোট ভাই আবদুল হাই (৩৭)। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই দেলোয়ার হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ছোট ভাই আবদুল হাই। এই আঘাতে বড় ভাই মাথা ফেটে অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মাইজদী গুডহিল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। পরে পরিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে যান। রাতে খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত