মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রেমিকের (১৬) আত্মহত্যার বিষয় মেনে নিতে না পেরে প্রেমিকাও (১৬) আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রেমিক-প্রেমিকা দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করত। প্রায় একই সময়ে মাদ্রাসায় যাওয়া-আসা ও কথাবার্তা হওয়ার সুবাদে এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবার এক মাস আগে জানলে তারা এতে বাধা দেয়। মূলত তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি। এ কারণে উভয়ের পরিবার বিষয়টি মেনে নেয়নি।
এলাকাবাসী আরও জানায়, দুই পরিবার প্রেমের বিষয়টি মেনে না নেওয়ায় প্রেমিক গত ২৭ জানুয়ারি আত্মহত্যা করে। কিন্তু তার (প্রেমিকের) পরিবার স্বাভাবিক মৃত্যু বলে মরদেহ দাফন করে ফেলে। তার মৃত্যুর ২১ দিন পর প্রেমিকা নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের বাবা বলেন, ‘আমি আর আমার স্ত্রী পারিবারিক প্রয়োজনে আশ্বিনপুর বাজারে গিয়েছিলাম। প্রথমে আমার ছেলে জানালা দিয়ে ঘটনা দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে বাড়ি ফিরে মেয়ের ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করি।’
নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, ‘মেয়েটির আত্মহত্যার বিষয়টি আমাকে জানানো হয়েছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মেয়ের বাবাসহ লোকজন এসেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রেমিকের (১৬) আত্মহত্যার বিষয় মেনে নিতে না পেরে প্রেমিকাও (১৬) আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রেমিক-প্রেমিকা দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করত। প্রায় একই সময়ে মাদ্রাসায় যাওয়া-আসা ও কথাবার্তা হওয়ার সুবাদে এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবার এক মাস আগে জানলে তারা এতে বাধা দেয়। মূলত তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি। এ কারণে উভয়ের পরিবার বিষয়টি মেনে নেয়নি।
এলাকাবাসী আরও জানায়, দুই পরিবার প্রেমের বিষয়টি মেনে না নেওয়ায় প্রেমিক গত ২৭ জানুয়ারি আত্মহত্যা করে। কিন্তু তার (প্রেমিকের) পরিবার স্বাভাবিক মৃত্যু বলে মরদেহ দাফন করে ফেলে। তার মৃত্যুর ২১ দিন পর প্রেমিকা নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের বাবা বলেন, ‘আমি আর আমার স্ত্রী পারিবারিক প্রয়োজনে আশ্বিনপুর বাজারে গিয়েছিলাম। প্রথমে আমার ছেলে জানালা দিয়ে ঘটনা দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে বাড়ি ফিরে মেয়ের ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করি।’
নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, ‘মেয়েটির আত্মহত্যার বিষয়টি আমাকে জানানো হয়েছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মেয়ের বাবাসহ লোকজন এসেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
২১ মিনিট আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
২৯ মিনিট আগেনাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ বুধবার সকালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।
১ ঘণ্টা আগেহায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
২ ঘণ্টা আগে