Ajker Patrika

হাটহাজারীতে যুবলীগ নেতাকে মারধরের মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে যুবলীগ নেতাকে মারধরের মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে তৃতীয় দফায় ইউপি নির্বাচনের দিনে যুবলীগ নেতা মো. শাহাজাহানকে মারধর ও কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় আহত যুবলীগ নেতার দায়ের করেন। মামলার প্রেক্ষিতে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নে পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী মো. আলী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই প্যানেল চেয়ারম্যানকে তাঁর বসতঘরের অদূরে নূর আলম সওদারের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, ইউপি নির্বাচনের দিন নৌকার প্রতীকের পক্ষে কাজ করায় যুবলীগ নেতা মো. শাহাজাহানকে গ্রেপ্তারকৃত গাজী মো. আলী হাসান ও তাঁর ভাইয়েরা মিলে মারধর ও কুপিয়ে জখম করেন। 

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ইউপি নির্বাচনের দিন মো. শাহাজাহান নামে এক ব্যক্তিকে মারধর ও কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনায় মো. শাহাজাহানের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত