নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার খালাস না হওয়ায় শেষ পর্যন্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত মাসে অনুষ্ঠিত নিলামে প্রতিটি ৯ কোটি ৬৭ লাখ টাকা দামের ২৪টি গাড়ি বিক্রির জন্য তোলা হয়। সেই নিলামে ১৪ জন অংশগ্রহণ করলেও কাঙ্ক্ষিত দর দেননি কেউই। ফলে প্রথম দফায় বিক্রি হয়নি সেসব গাড়ি। এবার সেই গাড়ি থেকে পাঁচটি কিনতে আগ্রহ দেখিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এদিকে প্রথম নিলামে কাঙ্ক্ষিত দর না ওঠায় এখন দ্বিতীয় নিলামে নতুন করে আরও ৬টি যুক্ত করে মোট ৩০টি গাড়ি নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ।
মূলত বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশি-বিদেশি অতিথিদের পরিবহনের জন্য এই গাড়ি ক্রয়ের কথা ভাবছে বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৫ মার্চ নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে পাঁচটি গাড়ি কেনার অনুমতি চেয়েছে। যদিও সেই চিঠির কোনো উত্তর গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মন্ত্রণালয় থেকে বন্দরে আসেনি।
চট্টগ্রাম কাস্টমসের নির্ধারিত রিজার্ভ ভ্যালু অনুযায়ী, প্রতিটি গাড়ি ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকায় কিনতে চাইছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে লাভবান হবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কেননা গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে বিলাসবহুল গাড়ির বিপরীতে দরপত্র জমা দেন মাত্র ১৪ জন। বাকি ১০টিতে কোনো দরপত্র জমা পড়েনি। নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল ৩ কোটি ১০ লাখ টাকা এবং সর্বনিম্ন দাম আসে মাত্র ১ লাখ টাকা। নিয়ম অনুযায়ী প্রথম নিলামে দরের ৬০ শতাংশ বা তার বেশি যিনি দর প্রস্তাব করবেন, তাঁর কাছে বিক্রির সুযোগ রয়েছে। এই হিসাবে ন্যূনতম ৫ কোটি ৮০ লাখ টাকা দর পড়লে বিক্রির সুযোগ ছিল।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বলেন, শুল্কমুক্ত সুবিধায় সাবেক এমপিদের আমদানি করা পাঁচটি গাড়ি রিজার্ভ ভ্যালু অনুযায়ী কিনতে চাইছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে রাজস্ব বাড়বে। কেননা প্রতিটি গাড়ির রিজার্ভ ভ্যালু নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা। প্রথম নিলামে এসব গাড়ির সর্বোচ্চ দাম উঠেছে ৩ কোটি ১০ লাখ ও সর্বনিম্ন দাম ১ লাখ টাকা।
আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার খালাস না হওয়ায় শেষ পর্যন্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত মাসে অনুষ্ঠিত নিলামে প্রতিটি ৯ কোটি ৬৭ লাখ টাকা দামের ২৪টি গাড়ি বিক্রির জন্য তোলা হয়। সেই নিলামে ১৪ জন অংশগ্রহণ করলেও কাঙ্ক্ষিত দর দেননি কেউই। ফলে প্রথম দফায় বিক্রি হয়নি সেসব গাড়ি। এবার সেই গাড়ি থেকে পাঁচটি কিনতে আগ্রহ দেখিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এদিকে প্রথম নিলামে কাঙ্ক্ষিত দর না ওঠায় এখন দ্বিতীয় নিলামে নতুন করে আরও ৬টি যুক্ত করে মোট ৩০টি গাড়ি নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ।
মূলত বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশি-বিদেশি অতিথিদের পরিবহনের জন্য এই গাড়ি ক্রয়ের কথা ভাবছে বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৫ মার্চ নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে পাঁচটি গাড়ি কেনার অনুমতি চেয়েছে। যদিও সেই চিঠির কোনো উত্তর গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মন্ত্রণালয় থেকে বন্দরে আসেনি।
চট্টগ্রাম কাস্টমসের নির্ধারিত রিজার্ভ ভ্যালু অনুযায়ী, প্রতিটি গাড়ি ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকায় কিনতে চাইছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে লাভবান হবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কেননা গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে বিলাসবহুল গাড়ির বিপরীতে দরপত্র জমা দেন মাত্র ১৪ জন। বাকি ১০টিতে কোনো দরপত্র জমা পড়েনি। নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল ৩ কোটি ১০ লাখ টাকা এবং সর্বনিম্ন দাম আসে মাত্র ১ লাখ টাকা। নিয়ম অনুযায়ী প্রথম নিলামে দরের ৬০ শতাংশ বা তার বেশি যিনি দর প্রস্তাব করবেন, তাঁর কাছে বিক্রির সুযোগ রয়েছে। এই হিসাবে ন্যূনতম ৫ কোটি ৮০ লাখ টাকা দর পড়লে বিক্রির সুযোগ ছিল।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বলেন, শুল্কমুক্ত সুবিধায় সাবেক এমপিদের আমদানি করা পাঁচটি গাড়ি রিজার্ভ ভ্যালু অনুযায়ী কিনতে চাইছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে রাজস্ব বাড়বে। কেননা প্রতিটি গাড়ির রিজার্ভ ভ্যালু নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা। প্রথম নিলামে এসব গাড়ির সর্বোচ্চ দাম উঠেছে ৩ কোটি ১০ লাখ ও সর্বনিম্ন দাম ১ লাখ টাকা।
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পরিদর্শক ও গুলশান থানার সাবেক পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ মিনিট আগে১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় এক মালয়েশিয়াপ্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা ও গুলির অভিযোগ উঠেছে যুবদল নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই বিএনপি নেতা গুলিবিদ্ধ ও একজন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাস
১৯ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে ভাড়াটিয়া হয়ে বসবাস করা দুই ভাই স্থানীয়দের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির (বাসা) মালিক গত শনিবার (৬ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ করেছেন।
১ ঘণ্টা আগে