রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙে ফেলেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এটি ভেঙে ফেলা হয়। ভাস্কর্যটি ভেঙে ফেলার পর উল্লাস করেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা ও স্থানীয়রা।
ভাস্কর্যটি ভেঙে ফেলার সময় শত শত মানুষ দাঁড়িয়ে ভাঙার দৃশ্য প্রত্যক্ষ করেন। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি শাহেদ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমরা অবগত নই।’
ভাস্কর্যটির নির্মাণকারী প্রতিষ্ঠান রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, ‘আমি বিষয়টি জানি না।’
উল্লেখ্য, ১৩ মে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে রাঙামাটিতে এক বিক্ষোভ মিছিল থেকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। তা না হলে শুক্রবার ছাত্র-জনতা নিজেরাই শেখ মুজিবের ভাস্কর্য ভাঙবেন বলে হুঁশিয়ারি দেন।
৪৮ ঘণ্টা শেষ হলে শুক্রবার বিকেলে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে শহরের ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ-মিছিল বের হয়ে সদর উপজেলা প্রশাসনে সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের এক পাশে তারা অবস্থান নেয়। পরে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা।
একপর্যায়ে স্থানীয় ১০ থেকে ১৫ জনের শ্রমিক দিয়ে ভাস্কর্যটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ভাস্কর্যটি ভেঙে ফেলা সম্ভব হয়নি।
পরে চট্টগ্রাম থেকে একটি এক্সকাভেটর এনে ভাস্কর্যটি ভাঙার চেষ্টা হয়। অবশেষে ৩১ ফুট দৈর্ঘ্যের ও ১২ ফুট প্রস্থের ভাস্কর্যটি আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভেঙে ফেলা হয়। এ সময় ভাস্কর্যটি ভেঙে ফেলার দৃশ্য দেখতে শত শত মানুষ জড়ো হন। ভাঙার দৃশ্য অনেকে মোবাইলেও ধারণ করেন।
ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার সমন্বয়ক ইমাম হোসেন ইমু জানান, চার থেকে পাঁচ দিন ভাস্কর্যটি ভেঙে ফেলার চেষ্টা চালানো হয়। আজ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০১০-১১ অর্থবছরে ৩০ হাজার বর্গফুট এলাকাজুড়ে জেলা নির্বাচন কার্যালয়, সদর উপজেলা পরিষদ ও সেনা জোন সদর কার্যালয়ের মাঝখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণ করা হয়। ভাস্কর্যটি নির্মাণে প্রায় চার কোটি টাকা ব্যয় হয়েছিল। তবে ৫ আগস্টের পর ভাস্কর্যটি মুড়িয়ে রাখা হয়েছিল।
রাঙামাটিতে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙে ফেলেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এটি ভেঙে ফেলা হয়। ভাস্কর্যটি ভেঙে ফেলার পর উল্লাস করেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা ও স্থানীয়রা।
ভাস্কর্যটি ভেঙে ফেলার সময় শত শত মানুষ দাঁড়িয়ে ভাঙার দৃশ্য প্রত্যক্ষ করেন। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি শাহেদ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমরা অবগত নই।’
ভাস্কর্যটির নির্মাণকারী প্রতিষ্ঠান রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, ‘আমি বিষয়টি জানি না।’
উল্লেখ্য, ১৩ মে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে রাঙামাটিতে এক বিক্ষোভ মিছিল থেকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। তা না হলে শুক্রবার ছাত্র-জনতা নিজেরাই শেখ মুজিবের ভাস্কর্য ভাঙবেন বলে হুঁশিয়ারি দেন।
৪৮ ঘণ্টা শেষ হলে শুক্রবার বিকেলে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে শহরের ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ-মিছিল বের হয়ে সদর উপজেলা প্রশাসনে সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের এক পাশে তারা অবস্থান নেয়। পরে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা।
একপর্যায়ে স্থানীয় ১০ থেকে ১৫ জনের শ্রমিক দিয়ে ভাস্কর্যটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ভাস্কর্যটি ভেঙে ফেলা সম্ভব হয়নি।
পরে চট্টগ্রাম থেকে একটি এক্সকাভেটর এনে ভাস্কর্যটি ভাঙার চেষ্টা হয়। অবশেষে ৩১ ফুট দৈর্ঘ্যের ও ১২ ফুট প্রস্থের ভাস্কর্যটি আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভেঙে ফেলা হয়। এ সময় ভাস্কর্যটি ভেঙে ফেলার দৃশ্য দেখতে শত শত মানুষ জড়ো হন। ভাঙার দৃশ্য অনেকে মোবাইলেও ধারণ করেন।
ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার সমন্বয়ক ইমাম হোসেন ইমু জানান, চার থেকে পাঁচ দিন ভাস্কর্যটি ভেঙে ফেলার চেষ্টা চালানো হয়। আজ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০১০-১১ অর্থবছরে ৩০ হাজার বর্গফুট এলাকাজুড়ে জেলা নির্বাচন কার্যালয়, সদর উপজেলা পরিষদ ও সেনা জোন সদর কার্যালয়ের মাঝখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণ করা হয়। ভাস্কর্যটি নির্মাণে প্রায় চার কোটি টাকা ব্যয় হয়েছিল। তবে ৫ আগস্টের পর ভাস্কর্যটি মুড়িয়ে রাখা হয়েছিল।
যশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৬ ঘণ্টা আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
৬ ঘণ্টা আগে